শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » খেলাধুলা » রবিবার রুবেলের জামিন আবেদন
প্রথম পাতা » খেলাধুলা » রবিবার রুবেলের জামিন আবেদন
৩৩৪ বার পঠিত
শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রবিবার রুবেলের জামিন আবেদন

---

পক্ষকাল প্রতিবেদক : নাজনীন আক্তার হ্যাপীর করা ধর্ষণ মামলায় ক্রিকেটার রুবেল হোসেনের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আগামীকাল রবিবার জামিন আবেদন দাখিল করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী সঞ্জয় চক্রবর্তী।

আইনজীবী সঞ্জয় চক্রবর্তী দ্য রিপোর্টকে বলেছেন, ‘ম্যাজিস্ট্রেট আদালত রুবেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তাই আমরা তার পক্ষে আগামীকাল দায়রা জজ আদালতে জামিনের আবেদন করবো।’

ঢাকা মহানগর আদালতে বৃহস্পতিবার সকালে রুবেল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মহানগর হাকিম আনোয়ার সাদাত তা নামঞ্জুর করে এই আদেশ দিয়েছেন।হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার সকালে রুবেল তার আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামানের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।

অপরদিকে নাজনীন আক্তার হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার জামিনের ঘোর বিরোধিতা করেছেন এদিন। উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং-৩৭) নাজনীন আকতার হ্যাপি (১৯) বাদী হয়ে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার এজাহার বলা হয়েছে প্রায় ৮ মাস আগে রুবেলের সঙ্গে হ্যাপির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

বিয়ের প্রলোভন দেখিয়ে সর্বশেষ গত বছরের ১ ডিসেম্বর রুবেল হ্যাপির ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলেন। এ সময় হ্যাপি তাকে বিয়ের প্রস্তাব দিলে এড়িয়ে যান রুবেল।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)