
শনিবার, ১০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের উদ্বোধন
সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের উদ্বোধন
মোহাম্মদ সেলিম. সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম ব্যাচের একাডেমিক কার্যক্রম শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ নাসিম এমপি টেলি কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করেন।
শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম উদ্বোধন উপলক্ষে সেবা ইন্সটিটিউট প্রাঙ্গনে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ-১ (কাজীপুর-সিরাজগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, নবনির্বাচিত জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, আবু ইউসুফ সূর্য্য, সিরাজুল ইসলাম খান, এ্যাড. বিমল কুমার দাস, সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ মোঃ শামসুদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে শেষে উৎসব মুখর পরিবেশে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।