শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

Daily Pokkhokal
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
প্রথম পাতা » বিনোদন » সবচেয়ে কাঙ্ক্ষিত নারী অদিতি
প্রথম পাতা » বিনোদন » সবচেয়ে কাঙ্ক্ষিত নারী অদিতি
৩৭০ বার পঠিত
শুক্রবার, ২২ মার্চ ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবচেয়ে কাঙ্ক্ষিত নারী অদিতি

হায়দ্রাবাদ, ২০ মার্চ- সবচেয়ে কাঙ্ক্ষিত নারী নির্বাচিত হয়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি। গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে ‘হায়দরাবাদ মোস্ট ডিজায়ারেবল উইমেন ২০১৮’-এর ২৫জনের একটি তালিকা। এতে শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমগুলোর প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, এ তালিকার দুই নম্বরে রয়েছেন শ্রেয়া রাও, তৃতীয় স্থানে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি। চার ও পাঁচ নম্বরে রয়েছেন যথক্রমে পূজা হেগড়ে ও রাশমিকা মান্দানা। এই তালিকায় নয় নম্বরে জায়গা পেয়েছেন রাকুল প্রীত সিং আর দশ নম্বরে কাজল আগরওয়াল।

ভারতের অন্ধ্র প্রদেশের হায়দরাবাদে জন্ম গ্রহণ করেন অদিতি রাও হায়দারি। ছয় বছর বয়সে ভারতনাট্যম নৃত্যে প্রশিক্ষণ নেয়া শুরু করেন। ২০০৬ সালে মালায়ালাম ভাষার ‘প্রজাপতি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। ২০০৭ সালে ‘স্রীনগারাম’ সিনেমার মাধ্যমে তামিল ভাষার সিনেমায় পা রাখেন। ২০০৮ সালে ‘দিল্লি-সিক্স’ সিনেমার মাধ্যমে বলিউড সিনেমায় অভিষেক হয় অদিতির।

বর্তমানে তেলেগু ভাষার ‘সাইকো’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত তিনি। আগামী এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এন এ / ২০ মার্চ



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)