শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্নকারীরা মনোনয়ন পাবে না
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ | রাজনীতি » আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্নকারীরা মনোনয়ন পাবে না
২৭০ বার পঠিত
বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী লীগের সুনাম ক্ষুণ্নকারীরা মনোনয়ন পাবে না

ঢাকা: আগামী নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না ---তৃণমূলে সমালোচিত ও প্রশ্নবিদ্ধ নেতারা । দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে এমন বার্তা দেয়া হয়েছে জেলা-উপজেলা নেতাদের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী বাছাইয়ে এরই মধ্যে মাঠ পর্যায়ে দলীয় ও প্রশাসিনকভাবে জরিপ চালিয়েছে আওয়ামী লীগ। কেন্দ্রীয় নেতারা জানান, নির্বাচনে জয়ী হতে যোগ্য নেতাকেই মনোনয়ন দেয়া হবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে যোগ্য প্রার্থী বাছাইয়ে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। জরিপ চালানো হচ্ছে দলীয় ও প্রশাসনিকভাবে। তৃণমূলের নেতা কর্মীর কাছ থেকেও সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে মূল্যায়ন নেয়া হচ্ছে। কয়েক মাস আগেই কেন্দ্রীয়ভাবে এসব কাজ শুরু করেছে আওয়ামী লীগ।

সব দলের অংশগ্রহণমূলক নির্বাচন মাথায় রেখেই প্রার্থী বাছাইয়ে গুরুত্ব দেয়া হচ্ছে পরীক্ষিত, ত্যাগী, এলাকার মানুষের কাছে গ্রহণযোগ্য এমন নেতাকে।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান জানান, সব দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে। বিজয়ী হতে পারে এমন নেতারাই দলের মনোনয়নে অগ্রাধিকার পাবে বলেও জানান তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘যেই প্রার্থী দিলে আমরা জনগণের আস্থা অর্জন করতে পারবো, জনগণের বিশ্বাসের জায়গাটায় আমরা যেতে পারবো, সেটাই হবে আমাদের মনোনয়ন বাছাইয়ের ক্ষেত্রে প্রধান উপাদান।’

আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন দলের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান। তিনি জানান, নেতিবাচক কর্মকাণ্ডের সাথে জড়িতদের তালিকা করা হচ্ছে। তারা যেই হোক না কেনো, দলের সুনাম ক্ষুণ্নকারী কেউ মনোনয়ন পাবেন না।

তিনি বলেন, ‘উত্তরাধিকার হোক আর নতুন প্রজন্ম হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক আমাদের প্রধান মানদণ্ড হচ্ছে তার নির্বাচনি এলাকায় কোন অবস্থানে আছেন। কোনো কোনো এমপি তার নির্বাচনি এলাকায় বিভিন্ন কারণে জনপ্রিয়তা হারিয়েছেন অথবা বিতর্কিত হয়েছেন। সেটা অবশ্যই পার্লামেন্টে তা বিচার করবে’।

দশম জাতীয় সংসদের অনেক সাংসদই আগামী নির্বাচনে বাদ পড়বেন বলেও আভাস দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)