শিরোনাম:
ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | জেলার খবর »
মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৫০০ শত  ও ১০০০ নোট অচল:  ভারত থেকে ফিরে আসছেন বাংলাদেশিরা

বেনাপোল প্রতিনিধিঃ
ভারত সরকারের ১হাজার ও ৫শ রূপির নোট বাতিল হওয়ার ঘোষনায় বাংলাদেশ থেকে বহিরাগমন পাসপোর্ট যাত্রী ও ভারতে অবস্থান করা হাজার হাজার বাংলাদেশী  পাসপোর্ট যাত্রী চরম দুর্ভোগের শিকর হচ্ছে। বাংলাদেশি টাকা ও ডলার ভারতের কলিকাতা, হরিদাসপুৃর ও পেট্রাপোল ভারতীয় মানি চেঞ্জারে ভাঙাতে গেলে মানি চেঞ্জারের মালিকরা পাসপোর্ট যাত্রীদের হাতে ধরিয়ে দিচ্ছেন ভারতীয় ৫শ ও ১ হাজার টাকার নোট যা কোন পরিবহন ও খাওয়ার হোটেল ও চিকিৎসা কেন্দ্র নিচ্ছেনা। ফলে পাসপোর্ট যাত্রীরা পড়েছে চরম দুর্ভোগে। কলিকাতার বিভিন্ন ব্যাংকে গিয়েও সেখানে ভারতের নাগরিকদের দীর্ঘলাইনের কারনে বাংলাদেশীরা সেখানে টাকা জমা দিতে পারছেনা। ফলে কলিকাতার হোটেল বিল, চিকিৎসার খরচ, পরিবহন ভাড়া দেওয়া খুব সমস্যার সৃষ্টি  হচ্ছে।অনেকেই টাকা পরিবর্তন করতে না পেরে কলিকাতা , দিল্লী, চেন্নাই, ভেলোরসহ বিভিন্ন রাজ্যে চিকিৎসা, ভ্রমন ও ব্যবসাসহ বিভিন্ন  কাজে আসা বাংলাদেশি নাগরিকরা নিজ দেশে ফিরে আসতে বাধ্য হচ্ছেন। গতকাল  সরেজমিনে  বেনাপোল  চেকপোষ্ট  নোম্যান্সল্যান্ডে দাড়িয়ে ভারত থেকে আসা বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের কাছ থেকে এই তথ্য জানা গেছে। ভারতের মোদি সরকার হঠাৎ করে ৫শ ও ১হাজার রূপির নোট নিষ্দ্ধি করায় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন এসব মানুষেরা।

খুলনার ডুমুরিয়া থানার পাসপোর্ট যাত্রী পরিতোষ মন্ডল ও দর্শনাথ মন্ডল যাহার  বাংলাদেশি পাসপোর্ট নংÑবিএল ০১৭৪৪৩০৫  ও বিবি ০৬৭৩২৮৭। সোমবার(১৪ নভেম্বর) ভারত থেকে  বাংলাদেশে প্রবেশের সময় এ প্রতিবেদকের সাথে কথা হয় । তারা জানান, ভারত সরকার ৫শ ও ১হাজার রূপি অচল করায়  আমরা বিপাকে পড়ি কারন হোটেল ভাড়া, চিকিৎসা খরচ এসব বিষয়ে ৫শ এবং ১হাজারের নোট খুচরা করতে চাইনা নিতেই চাইনা। ফলে কাছে ভারতীয় রুপি থাকা সত্বেও হোটেল ভাড়া, চিকিৎসা খরচ, ও পরিবহন খরচের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হওয়ায় বাধ্য হয়ে নিজ দেশে ফিরে এলাম।

এ ব্যাপারে বেনাপোল চেকপোষ্টে সোনালী ব্যাংকের ক্যাসিয়ার রুহুল আমিন  জানান, ভারতের মোদি সরকার হঠাৎ করে ৫শ ও ১ হাজার রূপির নোট নিষ্দ্ধি করায় এই পথে পাসপোর্ট যাত্রীর সংখ্যা ব্যাপক ভাবে  হ্রাস পেয়েছে। বেনাপোল স্থলপথে প্রতিদিন ৪ থেকে ৫ হাজার পাসপোর্ট যাত্রী ভারতে উদ্দেশ্যে প্রবেশ করতো। সেক্ষেত্রে সরকার প্রতিদিন মাসে প্রায় পাসপোর্ট যাত্রীদের খাত থেকে রাজস্ব আদায় করতো । কিন্তু ভারত সরকার ৫শ ও ১ হাজার রূপির নোট নিষ্দ্ধি করায় এ পথে বর্তমান ১২ থেকে ১৩শ পাসপোর্ট যাত্রী ভারতে প্রবেশ করছে। এদিকে যাত্রীর সংখ্যা অর্ধেক হ্রাস পাওয়ার ফলে সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে।

বেনাপোল চেকপোষ্টে কাস্টমসে দায়িত্বে নিয়োজিত কাস্টমস সুপারেনটেনডেন্ট শফিউল্লাহ এ প্রতিবেদককে জানান, মোদি সরকার হঠাৎ করে ৫শ ও ১ হাজার রূপির নোট নিষ্দ্ধি করায় পাসপোর্ট যাত্রীর সংখ্যা পুর্বের তুলনায় অনেকাংশে হ্রাস পেয়েছে এবং সরকার রাজস্ব আদায় হতেও বঞ্চিত হচ্ছেন। তিনি আরোও জানান, চিকিৎসা নিতে যাওয়া  ভারত থেকে ফিরে আসা এক পাসপোর্ট যাত্রী অশ্রুকন্ঠে আমাকে জানান, ৫শ ও ১ হাজার রুপি হঠাৎ করে অচল হওয়ায় সে চিকিৎসা নিতে পারেনাই । ঐ পাসপোর্ট যাত্রীর কাছে ভারতীয় রুপি থাকা  সত্বেও  চিকিৎসা, হোটেল ভাড়া , পরিবহন খরচ ও নিজের খাওয়ার খরচের ক্ষেত্রে ভারতের ১ হাজার ও ৫শ নোটের রুপি কেউ নিতে চায় না। ফলে পাসপোর্ট যাত্রী বাধ্য হয়ে নিজ দেশে চলে এসেছে। এসব পাসপোর্ট যাত্রী যাতে কাস্টমস তল্লাশি কেন্দ্রে কোন হয়রানি না হয় সেদিকে নজর দেওয়া হচ্ছে ।

---



এ পাতার আরও খবর

ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন! ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন!
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে? আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা . ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় দুদক অভিযানের পর ভোগান্তিতে সাধারণ মানুষ বিআইডব্লিউটিএ প্রধান কার্যালয় দুদক অভিযানের পর ভোগান্তিতে সাধারণ মানুষ
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে? বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে?
মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)