শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ৯ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলাধুলা » বিপিএল-এর উদ্বোধনী ম্যাচে তামিমের দুরন্ত
প্রথম পাতা » খেলাধুলা » বিপিএল-এর উদ্বোধনী ম্যাচে তামিমের দুরন্ত
২৮৭ বার পঠিত
বুধবার, ৯ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপিএল-এর উদ্বোধনী ম্যাচে তামিমের দুরন্ত

---
খেলাধুলা ডেস্ক
বিপিএলের চতুর্থ আসরের প্রথম ম্যাচেই অর্ধশতক করছেন বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। মাত্র ৩২ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় অর্ধশতকের দেখা পান দেশসেরা এই ওপেনার। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৪ রান করে সাজঘরে ফেরেন তামিম।

রিপোর্ট লেখার সময় মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে চিটাগং ভাইকিংস করেছে ১৬ ওভারে তিন উইকেটে ১২২ রান। সাজঘরে ফিরে গেছেন ডোয়াইন স্মিথ, তামিম ইকবাল ও আনামুল হক বিজয়। এখন ক্রিজে রয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার সোয়েব মালিক ও জহুরুল ইসলাম। এর আগে মঙ্গলবার দুপুরে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

ব্যাট করতে নেমে চিটাগং ইনিংসের ষষ্ঠ ওভারে ইমাদ ওয়াসিমের বলে মোহাম্মদ শরিফের তালুবন্দি হয়ে প্যাভিলিয়নে ফেরত যান ক্যারিবীয় ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ (৯)। এরপর হাত খুলে খেলেত শুরু করেন তামিম। নান্দনিক স্ট্রোকস খেলে ৩২ বলেই তুলে নেন অর্ধশতক। এরপর দলীয় ৮০ রানের মাথায় রান আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম। আনামুলও ব্যক্তিগত ২২ রানে এবং দলীয় ১০১ রানে রান আউটের শিকার হন।

৮ নভেম্বর মঙ্গলবার নতুন সূচিতে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। গত ৪ নভেম্বর টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে পুণরায় ৮ নভেম্বর থেকে নতুন করে শুরু হয় এবারের আসর।

কুমিল্লা একাদশে খেলছেন যারা : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, মারলন স্যামুয়েলস, আসার জাইদি, ইমাদ ওয়াসিম, সোহেল তানভীর, নাজমুল হোসেন শান্ত, নাহিদুল ইসলাম, মোহাম্মদ শরিফ, আল আমিন।

চিটাগং একাদশে খেলছেন যারা : তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক (উইকেটরক্ষক), ডোয়াইন স্মিথ, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, তাসকিন আহমেদ, আব্দুর রাজ্জাক, জহুরুল ইসলাম, তাইমল মিলস, জাকির হাসান, নাজমুল হোসেন মিলন।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)