নতুন বিতর্কে কিম কারদাশিয়ান
![]()
অনলাইন ডেস্ক
তাঁকে নিয়ে বিতর্ক কম নয়৷ কখনও নগ্ন হয়ে সেলফি তোলা, কখনও টিভির লাইভ অনুষ্ঠানে অন্যদের বিরুদ্ধে বিষোদগার। ঘুরেফিরে খবরের শিরোনামেই থাকেন কিম কারদাশিয়ান৷ কিন্তু এবার যে কারণে তিনি লাইম লাইটে এলেন, সেটা বেশ অভিনব৷ কেন না তাঁর বিরুদ্ধে উঠেছে এবার গুপ্তচরবৃত্তির অভিযোগ৷
‘ইরানিয়ান রেভেলিউশনারি গার্ডস ‘কিমের বিরুদ্ধে আঙুল তুলে বলেছে, তিনি নাকি ‘সিক্রেট এজেন্ট ‘৷
আসলে কিম সোশ্যাল মিডিয়ায়, বিশেষ করে ইনস্টাগ্রামে খুবই অ্যাকটিভ৷ তিনি যে সব ছবি পোস্ট করেন, তা অনেকের কাছেই মনে হতে পারে, শালীনতার সীমা লঙ্ঘন করেছেন৷ আর এতেই তীব্র আপত্তি ইরান সরকারের কিছু সংস্থার৷ যেমন ইরানের ‘অর্গানাইজড সাইবারস্পেস ক্রাইমস ইউনিট ‘সরাসরি জানিয়েছে, কিমের উদ্দেশ্য মধ্যবিত্ত ইরানিয়ান পরিবারগুলোর মাথা ঘুরিয়ে দেওয়া৷ ইরানের কিশোরিরা কিমের ছবি দেখে প্রভাবিত হচ্ছে৷
এটা আসলে একটা চক্রান্ত৷ ইনস্টাগ্রামের সিইও কেভিন সিস্টর্মের সঙ্গে হাত মিলিয়ে কিম কারদাশিয়ান এসব করছেন৷ কিম কারদাশিয়ান ফ্যাশান আইকন হতেই পারেন , কিন্তু তাঁর এই চক্রান্ত মেনে নেওয়া হবে না৷ নিশ্চিতভাবেই এই চক্রান্তে বিদেশি মদত রয়েছে৷ বিপুল অর্থ জোগানো হচ্ছে৷
পাশাপাশি ‘রেভলিউশনারি গার্ডস ক্রপস ‘ও জানিয়েছে, তারা গোটা বিষয়টি সিরিয়াসলি দেখছে৷ সংস্থার অধিকর্তা মোস্তাফা আলিজাদে বলেছেন, প্রয়োজনে তাঁরা তদন্ত করে দেখবেন৷ ইরানের সমাজ যাতে বিদেশি সংস্কৃতির নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা অবশ্যই দেখতে হবে৷ এই প্রতিবেদন মুদ্রনে যাওয়ার সময় পর্যন্ত রিয়্যালিটি টিভি স্টার কিম কারদাশিয়ানের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷





‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা
সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর
চরপাড়া টাইমস প্রকাশিত: প্রতিবেদক: কলমচোর কুদ্দুস
সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস
সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?
ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ
শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি