
রবিবার, ৮ মে ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » সাবিনা আক্তার তুহিনের হরতালবিরোধী সমাবেশে হামলা, আহত্ ২০
সাবিনা আক্তার তুহিনের হরতালবিরোধী সমাবেশে হামলা, আহত্ ২০
পক্ষকাল প্রতিবেদকঃ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর জন্য জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে রাজধানীর মিরপুরে আওয়ামী লীগের সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তিন পুলিশ ও এক আনসার সদস্যসহ ২০জন আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন, ছররা গুলিতে আহত মিরপুর থানা আওয়ামী লীগের ১২ নেতাকর্মী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।আইনশৃঙ্খলা বাহিনীর আহত চার সদস্য হচ্ছেন- শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) ফিরোজ হোসেন, এসআই আবদুর রশীদ, ট্রাফিক পুলিশের কনস্টেবল আরিফ ও আনসার সদস্য আয়নাল।
সংসদ সদস্য আসলামুল হক ও সংরক্ষিত আসনের সাংসদ সাবিনা আক্তার তুহিনের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রোববার দুপুরে মিরপুর ১ নম্বরে এই সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
দুই সাংসদের সমর্থকরা সকাল থেকে মিরপুর এলাকায় হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করছিল।
“বেলা ১২টার দিকে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের সামনে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটির শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও ধাওয়া-ধাওয়িতে রূপ নেয়। এসময় উভয়পক্ষের সমর্থকদের ছররা গুলিতে তিন পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।”
সাবিনা আক্তার তুহিনের সাথে ফোনে জানতে চাইলে তিনি বলেন, “সকালে মুক্তবাংলা শপিং কমপ্লেক্সের বনফুল মিষ্টির দোকানের ভেতর তুহিন তার সমর্থকদের নিয়ে বসে ছিলেন।
“সে সময় আসলামুল হকের সমর্থকরা একযোগে অনেক মোটর সাইকেল নিয়ে গুলি করতে করতে শুভ জাকির এর নেতৃতে শট গানের গুলি ছুড়তে ছুড়তে তার উপর হামলা চালায়। তুহিনের ঘাড়ে, পিঠে, পায়ে আঘাত করা হয়েছে।”
মিরপুর ১০ নম্বরের একটি ক্লিনিকে তুহিন চিকিৎসা নিয়েছেন ।
আসলাম এম পি সমর্থক ৯১ নং ওয়ার্ড সভাপতি শেখ আব্দুল মান্নান পক্ষকাল প্রতিবেদক কে জানান হরতাল বিরোধী মিছিলের পিছনের দিকে থাকাই তিনি গুলি কার করেছেন তা দেখতে পাননি । তুহিনের সমর্থক কাশেম মোল্লারা এই হামলা করেন।
ঘটনার সময় ধানমণ্ডিতে ছিলেন দাবি করে আসলামুল বলেন, “আওয়ামী লীগ আওয়ামী লীগরে মারে …এটা তো আমি জানিই না। এইটা তো আমার অভিধানেই নাই।
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন বৃহস্পতিবার আপিল বিভাগ খারিজ করার পর তার দল জামায়াতে ইসলামী রোববার হরতালের ঘোষণা দেয়।
এই হরতালের বিরুদ্ধে আওয়ামী লীগের ঢাকা মহানগরের নেতা-কর্মীরা নগরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করছে।