শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ৩০ মার্চ ২০১৬
প্রথম পাতা » বিনোদন » আপনিও মনের বাদশা হলে, এই জায়গাগুলোতে যেতেই হবে
প্রথম পাতা » বিনোদন » আপনিও মনের বাদশা হলে, এই জায়গাগুলোতে যেতেই হবে
৩৩১ বার পঠিত
বুধবার, ৩০ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আপনিও মনের বাদশা হলে, এই জায়গাগুলোতে যেতেই হবে

---

ওয়েব ডেস্ক: শাহরুখ খান। নামটাই যথেষ্ট। বিশেষণ দেওয়ার দরকার নেই। তাঁর ভক্ত নন, এমন মানুষ খুঁজে পাওয়াটাই কঠিন। তিনি যাতেই হাত দেন তাই সোনা হয়ে যায়। মানে, একটা সাধারণ ছবিকেও অসাধারণ করে তোলার জন্য তার একটা ছোট্ট উপস্থিতিই যথেষ্ট।

শাহরুখ যখন পর্দায় তাঁর নায়িকাদের সঙ্গে পাহাড়ে কিংবা সমুদ্রে কিংবা শহরের যে কোনও প্রান্তে রোম্যান্স করেন, তখন কি আপনিও মনে মনে সেখানে চলে যান না? আপনারও কি মনে হয় না, শাহরুখের বাহুডোরে রানী, কাজল, প্রীতি, জুহি কেউ নন, আপনি রয়েছেন? তাহলে আপনার সেই সমস্ত কল্পনাকে সত্যি করতে একবার সেই সমস্ত জায়গায় যাবেন না, যেখানে নায়িকার সঙ্গে রোম্যান্স করেছিলেন তিনি। নাই বা আপনার সঙ্গে থাকলেন শাহরুখ খান। আপনার সঙ্গীকেই বাদশা বলে মনে করে নিন না। কিংবা আপনি যদি ছেলে হন, তাহলে নিজেকে শাহরুখ মনে করুন, আর প্রেমিকার সঙ্গে তাঁর মতো করেই রোম্যান্স করুন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)