গুজব নয়, সুখবর নিশ্চিত করলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক : কোনো গুজব নয়। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ঘরে আসছে নতুন অতিথি। মাস চারেকের মধ্যেই সাকিব পত্নী উম্মে আহমেদ শিশিরের কোল জুড়ে আসবে জুনিয়র অলরাউন্ডার। পারিবারিক এই সুখবরটি নিশ্চিত করেছেন সাকিব আল হাসান নিজেই। দিনক্ষণ সম্পর্কে কিছু জানাননি। শুধু বললেন, ‘হ্যাঁ, খবরটি সত্যি।’ আর অভিনন্দন জানানোর পর ফিরতি এসএমএস, ‘ধন্যবাদ’।
![]()
সিরিজ চলাকালিন সময়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলায় বিধিনিষেধ থাকে। হয়ত সিরিজ না থাকলে দেশবাসিকে সাকিব নিজেই সুখবরটি দিয়ে আগত শিশু জন্যে দোয়া চাইতেন! প্রসঙ্গত, ১২.১২.১২ তারিখে উম্মে আহমেদ শিশিরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। তার আগে অবশ্য তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক চলে। চলতি বছরের ১২.১২.১৫ তারিখে তাদের তৃতীয় বিবাহবার্ষিকী। এর আগেই বাবা-মা হতে যাচ্ছেন সাকিব-শিশির দম্পত্তি।





উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে
চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের