শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিনোদন » নিজের কাজ ভালবাসতে শেখাচ্ছেন ন্যুড মডেল কৃষ্ণা দেবী
প্রথম পাতা » বিনোদন » নিজের কাজ ভালবাসতে শেখাচ্ছেন ন্যুড মডেল কৃষ্ণা দেবী
৪০৯ বার পঠিত
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিজের কাজ ভালবাসতে শেখাচ্ছেন ন্যুড মডেল কৃষ্ণা দেবী


---

ওয়েব ডেস্ক: আমরা সকলেই নিজেদের কাজ নিয়ে অভিযোগ করি কোনও না কোনও সময়। কখনও কাজে নেই সন্তুষ্টি, কখনও বসের সঙ্গে ঝগড়া, কখনও নেই উপযুক্ত সম্মান, তো কখনও অভিযোগ মিলছে না পছন্দ মতো পারিশ্রমিক।

এত অভিযোগ যখন জীবনে, তখন অবশ্যই পরিচয় হওয়া প্রয়োজন কৃষ্ণা দেবীর সঙ্গে। গত ১৭ বছর ধরে ন্যুড পোজিং করেন কৃষ্ণা দেবী। ঘণ্টার পর ঘণ্টা নগ্ন হয়ে বসে থাকতে হয় আর্ট কলেজের ছাত্র ছাত্রীদের সামনে। অভিযোগ? না, কোনও অভিযোগ নেই তার এই কাজ নেই। জীবনে এর আগে অনেক চাকরি করে দেখেছেন কৃষ্ণা দেবী। কিন্তু, সেইসব কিছুর থেকে বেশি সম্মানজনক তার মনে হয়েছে এই কাজ। আর লজ্জা? কোনও প্রশ্নই নেই। বরং তাঁর ছবি আঁকা সেইসব ছেলেমেয়েদের চোখে কৃষ্ণা দেবী খুঁজে পেয়েছেন সম্মান, মুগ্ধতা, কৃতজ্ঞতা।

কৃষ্ণা দেবীর গল্পো নিয়ে এই শর্ট ফিল্ম বানিয়েছে থেকা স্টুডিও। সেখানে নিজের জীবনের কথা শুনিয়েছেন কৃষ্ণা দেবী।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)