শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » বিনোদন » দুই নাটকে নয়ন বাবু
প্রথম পাতা » বিনোদন » দুই নাটকে নয়ন বাবু
৫৪৩ বার পঠিত
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুই নাটকে নয়ন বাবু

---পক্ষকাল প্রতিবেদক: নতুন দুই নাটকে অভিনয় করলেন নয়ন বাবু। সম্প্রতি নাটক দুটির শুটিং সম্পন্ন হয়েছে। সোয়েব সাদিক সজিব পরিচালিত টেলিফিল্ম “ না বলা গল্প’ ও জুয়েল হাসানের সিঙ্গেল নাটক “ আরেক ফাল্গুন” নামে নাটক দুটির বতমানে সম্পদনার কাজ চলছে।
নাটক দুটি সর্ম্পকে নয়ন বাবু বলেন, না বলা গল্প মূলত সমাজের নারীদের অবহেলার বিষয়টি তুলে ধরা হয়েছে। আর আরেক ফাল্গুনে আমাকে ডিবি পুলিশ চরিত্রে অভিনয় করতে হয়েছে। নাটক দুটিতে আমাকে ভিণ্নভাবে তুলে ধরা হয়েছে।আমি চেষ্টা করেছি নতুন হিসেবে প্রতিষ্ঠিত নায়িকাদের সঙ্গে ভালোভাবে কাজ করতে।
নয়ন বাবু আরো বলেন, আমি বেশিরভাগ সিঙ্গেল নাটক করতে চাই। তারপরও আগামী মাস থেকে আরেকটি ধারাবাহিকের শুটিং করতে যাচ্ছি।
আরেক ফাল্গুন নাটকটি ইঞ্জি. মো. এলাহান উদ্দিন রচনা করেছেন। নয়ন বাবু ছাড়াও এতে অভিনয় করেছেন- স্পর্শিয়া, রফিকুল্লাহ সেলিম, ।  আর না বলা গল্প টেলিফিল্মটি রচনা ও পরিচালনা করেছেন সোয়েব সাদিক সজিব। এ নাটকে নয়ন বাবুর বিপরীতে অভিনয় করেছেন চলচিত্র অভিনেত্রী শায়লা সাবি।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)