
রবিবার, ৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সবুজ মিয়া নামের এক মাছ ব্যবসায়ীকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সবুজ মিয়া নামের এক মাছ ব্যবসায়ীকে বাড়ী থেকে ডেকে নিয়ে হত্যার
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
ঘটনায় আসামিদের রহস্যজনকভাবে গ্রেফতার না করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ ঘটনায় নিহত সবুজের পরিবার আজ দুপুরে সংবাদ সম্মেলন করেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নিহত সবুজের স্ত্রী আখি আক্তার বলেন, তার স্বামী মাছ ব্যবসায়ী সবুজ মিয়াকে গত ১১ জুন বিকেলে তার এক বন্ধু বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরের দিন সকালে সোনারগাঁ উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের ললাটি এলাকায় লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহত সবুজের বাবা মোহাম্মদ আলী বাদি হয়ে হত্যার সঙ্গে জড়িত ৭ জনকে আসামি করে হত্যা মামলার আবেদন করেন। পরে সোনারগাঁ থানা পুলিশ তাদেরকে না জানিয়ে ১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা নথিভুক্ত করেন। হত্যাকাণ্ডের দুই মাস অতিবাহিত হলেও মূল আসামিকে গ্রেফতার করছেনা পুলিশ। আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবী করেন তারা।