রবিবার, ৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতা-সহ গ্রেপ্তার ১৪
চিলমারীতে জুয়ার আসর থেকে জামায়াত নেতা-সহ গ্রেপ্তার ১৪
কুড়িগ্রাম প্রতিনিধিঃ![]()
কুড়িগ্রামের চিলমারীতে নয়ারহাট ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে এক ইউপি সদস্য ও জামায়াতের ইউনিয়ন সভাপতি সানোয়ার হোসেন সহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢুষমারা থানার পুলিশ। রবিবার (৩ আগষ্ট) শনিবার রাতে এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারকে করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন, ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান। গ্রেপ্তাররা হলেন, নয়ারহাট ইউনিয়নের জামায়াতের সভাপতি ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সানোয়ার হোসেন (২৮), আবু বকর (৫২), কোরবান আলী (৪৬), আঃ মালেক (৪০), কাবেল (৪০), শওকত (৪০), আলমগীর (৪০), মহিলার (৪৫), মোনছের আলী (৩৫), জাবেদ আলী (৪০), তারা মিয়া (৩৭), আবু বকর (৪০), মাইনুল (২৭), ও সুমন (২৬)। সকলেই ঢুষমারা থানার বাসিন্দা বলে জানা যায়। পুলিশ জানায়, গতরাতে নয়ারহাট ইউনিয়নের দক্ষিন খাউরিয়া এলাকার আবু বক্করের বাড়িতে একটি ঘরে জুয়া খেলা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করেন। এ সময় জুয়া খেলার বিভিন্ন সরঞ্জামাদিসহ নগদ ৩৯ হাজার ৯২০ টাকা উদ্ধার করেন। ঢুষমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়াও পুলিশ সুপার স্যারের নির্দেশনায় মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাধ বিরোধী অভিযান নিয়মিত পরিচালনা করা হচ্ছে বলে জানান। চিলমারী উপজেলা জামায়াতের সেক্রেটারি ফজলুল হক মিঠুন বলেন, কেউ খারাপ কিছু করলে আমরা নতুন মানুষ সেট করব বলে জানা তিনি।




ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন!
দুর্নীতির বাদশা বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল গংদের দুর্নীতি রুখবে কে?
সদ্য অবসরে যাওয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য (পর্ব-২)
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার