. ইউনুসের পদত্যাগের দাবি জানালো গণতান্ত্রিক বাম ঐক্য
ইউনুসের পদত্যাগের দাবি জানালো গণতান্ত্রিক বাম ঐক্য
ঢাকা, ৩ আগস্ট:
বিশ্বব্যাপী পরিচিত অর্থনীতিবিদ ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে শ্রমিক নির্যাতনসহ দুর্নীতি ও আইনের লঙ্ঘনের অভিযোগ এনে তাঁর পদত্যাগের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় ৪টি বাম দল নিয়ে গঠিত এই জোট।
গণতান্ত্রিক বাম ঐক্যের আহ্বায়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড হামিদুল হক, সোলিডারিটি পার্টির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী গাণতান্ত্রিক দল (আর.ডি.পি)-এর সাধারণ সম্পাদক ডা. শহীদুল ইসলাম কবিরসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে ড. ইউনুসকে “ধনী-বন্ধুত্বপূর্ণ, শ্রমিক-বিরোধী ও স্বৈরতান্ত্রিক সরকারে মদদদাতা” হিসেবে চিহ্নিত করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ড. ইউনুস শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছেন, গার্মেন্ট শ্রমিকদের বিরুদ্ধে দমনমূলক আচরণ করেছেন এবং সরকারপ্রধানের ছত্রচ্ছায়ায় বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন। তাঁরা অভিযোগ করেন, ইউনুস প্যাথলজি ল্যাবের মতো প্রতিষ্ঠানে ফ্যাসিবাদী আচরণ চালিয়ে যাচ্ছেন এবং বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার অপচেষ্টা করছেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘বিদেশি লবিং ও দেশি ক্ষমতাধরদের প্রভাবকে কাজে লাগিয়ে ড. ইউনুস বিচারের ঊর্ধ্বে থাকার অপচেষ্টা করছেন। আদালতে বিচারাধীন মামলাকে আন্তর্জাতিক চক্রান্তের অংশ হিসেবে দেখিয়ে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছেন।’
গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে কেউই আইনের ঊর্ধ্বে নয়-এই নীতি বজায় রাখতে হবে। তাঁরা অবিলম্বে ড. ইউনুসের পদত্যাগ ও বিচার প্রক্রিয়ার দ্রুত নিষ্পত্তি দাবি করেন।