শিরোনাম:
ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ২৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » » অজ্ঞান পার্টির আতঙ্কে খুলনার জনজীবন বিপর্যস্ত
প্রথম পাতা » » অজ্ঞান পার্টির আতঙ্কে খুলনার জনজীবন বিপর্যস্ত
২১ বার পঠিত
বুধবার, ২৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অজ্ঞান পার্টির আতঙ্কে খুলনার জনজীবন বিপর্যস্ত

ফেসবুক পোস্ট থেকে  নেওয়া

সাবধান,খুলনাবাসী,সাবধান,,,????


আজ আলীর ক্লাব মোড়ে আনুমানিক ৮টা বাজে, টিউশন শেষ করে ইজি বাইকের জন্য ওয়েট করছিলাম ( গল্লামারী ঘুরে ব্রিজ পার হতে হয় বলে সব ইজি বাইক ওয়ালা ইউনিভার্সিটি গেট আসতে চায়না )  আমার পাশেই এক ছেলে দাঁড়ায় ছিল। ইজি বাইক পাওয়ার পর আমি উঠার পর ওই ছেলেও উঠছে। একজন যাত্রী ফুড কোর্টএর সামনে নেমে যাওয়ার পর পরই ওই ছেলে বলতেছে, ” আপু আপনি কোথায় যাবেন? আপু প্লীজ আমাকে একটু সাহায্য করেন, প্লীজ আপু এই ঠিকানাটা কোথায় একটু বলেন প্লীজ, আমি শহরে নতুন চিনি না। বলে কাগজটা বারবার মুখের সামনে এসে ধরতেছে।” আমি বললাম মামাকে বলেন মামা চিনায় দিবে। কিন্তু উনি আবার কাগজটা মুখের সামনে আগায় নিয়ে বলে ইংলিশে লেখা উনি বুঝবেনা !! তারপর হঠাৎ করে আমার মাথা কেমন ঝিমঝিম করতে শুরু করে, প্রথমে আমি ভাবছি আমার যেহুতু বিপি লো এই জন্য  এমন লাগতে পারে, কিন্তু ২য় বার কাগজটা ধরার পর কেমন মনে হচ্ছে ব্রেইন নাম্ব হয়ে আসছে।

সাতপাঁচ না ভেবেই মামাকে বললাম থামাইতে!! সাথে সাথেই ওই ছেলেটা বলে উঠলো ,” থামার দরকার নেই চলো”.  আমি জোরে চিল্লায় মামাকে বললাম আপনাকে আমি থামতে বলছি না; আমি জাষ্ট কোনরকম নেমে টাকা ফেরত না নিয়েই জোরে হাঁটা শুরু করছি, পেছনে তাকাই দেখি ওই ছেলেও পেছনে আসতেছে। তারপর একটা ইজি বাইক থামায় উঠে ব্যাংক টাউনের সামনে থেকে আবার ইজি বাইক চেঞ্জ করে মেইন গেটে নামছি।

এতদিন শুনছি যে খুলনাতে এগুলা হচ্ছে এন্ড আজকে নিজের সাথে ঘটলো!!!

৩বছর পর এই প্রথম মনে হইছে খুলনা ইস নট সেইফ!! মেয়েরা রাতে যারা টিউশন করান সাবধানে চলাচল করবেন!!


লেখা : নাবিলা ইসলাম খুশবু

চতুর্থ বর্ষ, শিক্ষা ডিসিপ্লিন


_CopyPost


#khulnadivision

#facebookpost

#SafetyFirst



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)