শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকাকে আওয়ামীমুক্ত করতে লাগবে ৩০ মিনিট: খোকা
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ঢাকাকে আওয়ামীমুক্ত করতে লাগবে ৩০ মিনিট: খোকা
৩৩২ বার পঠিত
সোমবার, ২ ফেব্রুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকাকে আওয়ামীমুক্ত করতে লাগবে ৩০ মিনিট: খোকা

---
পক্ষকাল প্রতিবেদকঃবাংলাদেশের সরকাবিরোধী আন্দোলনের মধ্যে চিকিৎসার জন্য কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিএনপির সাদেক হোসেন খোকা, নিউ ইয়র্কে জাসাসের এক সমাবেশে ঢাকাকে ৩০ মিনিটের মধ্যে আওয়ামী লীগমুক্ত করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা, তবে এজন্য র‌্যাব-পুলিশের ‘নিরপেক্ষ’ ভূমিকা লাগবে তার।
ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও ঢাকার সাবেক মেয়র খোকা বলেন, “র‌্যাব-পুলিশ এবং বিজিবি সরকারদলীয় পেটোয়া বাহিনীর পরিবর্তে নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হলে ঢাকা সিটিকে আওয়ামী দস্যুদের কবল থেকে মুক্ত করতে ৩০ মিনিটের বেশী সময় লাগবে না।

“আর এজন্য আমাকে সশরীরে ঢাকায় ফেরারও প্রয়োজন হবে না। এই নিউ ইয়র্ক থেকে একটি টেলিফোনই যথেষ্ট।”

তবে বিএনপি জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার জন্য সরকারকে দায়ী করেন বিএনপি নেতা খোকা।

আগের কয়েকটি ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “বর্তমানে পেট্রোল বোমা হামলার সাথেও আওয়ামী লীগের সন্ত্রাসীরাই জড়িত। সত্যিকারের তদন্ত হলেই তা ফাঁস হয়ে পড়বে।”

নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবি মানতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে খোকা বলেন, “জনসমর্থনহীন আইয়ুব-ইয়াহিয়ারাও বন্দুকের জোরে ক্ষমতা ধরে রাখতে পারেনি। শেখ হাসিনাও র‌্যাব-পুলিশ আর বিজিবি দিয়ে রক্ষা পাবেন না।

“তাই সরকারকে বলতে চাই, এখনও সময় আছে সংলাপের মধ্য দিয়ে দেশবাসীর প্রত্যাশিত নির্বাচনের ব্যবস্থা করুন। অন্যথায় একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারিদের মতো করুণ পরিণতি আপনাদেরও বরণ করতে হবে।”

ব্রুকলিনের গ্রিন পার্টি সেন্টারে যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত ওই সমাবেশে প্রধান অতিথি ছিলেন খোকা, যিনি প্রবাসে ক্যান্সারের চিকিৎসা নিচ্ছেন।

আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে যুক্তরাষ্ট্র জাসাস সেক্রেটারি আব্দুর রহমান ছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, মো. বশির, জিসাস সভাপতি আবুল বাশার প্রমুখ।

সমাবেশে লতিফ সম্রাট বাংলাদেশে ২০ দলের আন্দোলনের সমর্থনে আগামী শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘের সামনে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন। ওই সমাবেশ থেকে জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি দেওয়া হবে।

এছাড়া ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউজ এবং স্টেট ডিপার্টমেন্টের সামনে বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামা এবং পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে স্মারকলিপি দিয়ে বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপের আহ্বানও জানাবে বিএনপি।

যুক্তরাষ্ট্র জাসাসও বিএনপির মতো বিভক্ত। গ্রিন পার্টি সেন্টারে এই সমাবেশের সময়ই জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংগঠনের অন্য অংশ আলাদা কর্মসূচি পালন করে।

বিষয়টি শুনে খোকা ক্ষুব্ধ হয়ে বলেন, “এ রকম জানলে আমি এখানে আসতাম না। এখন বিভক্তির সময় নয়। এখন ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের চলমান আন্দোলনে সাহস জোগানোর সময়।”



এ পাতার আরও খবর

বিদেশি এজেন্টদের হাতে বাংলাদেশ-দায়মুক্তির রাজনীতি ও গণতন্ত্রের অপমৃত্যু বিদেশি এজেন্টদের হাতে বাংলাদেশ-দায়মুক্তির রাজনীতি ও গণতন্ত্রের অপমৃত্যু
পারস্য উপসাগরে গুচ্ছ গুচ্ছ মাইন! হরমুজ় প্রণালী বন্ধের চেষ্টা ইরানের? উদ্বেগে মার্কিন গোয়েন্দারা পারস্য উপসাগরে গুচ্ছ গুচ্ছ মাইন! হরমুজ় প্রণালী বন্ধের চেষ্টা ইরানের? উদ্বেগে মার্কিন গোয়েন্দারা
শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায় শেখ হাসিনাকে ৬ মাসের কারাদণ্ড: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায়
গুমের বিচার নয়, গুমই এখন পুঁজি: ইউনুস সরকার ও কমিশনের মুখোশ উন্মোচন গুমের বিচার নয়, গুমই এখন পুঁজি: ইউনুস সরকার ও কমিশনের মুখোশ উন্মোচন
ঐক্য বজায় রাখার আহবান খালেদা জিয়ার ঐক্য বজায় রাখার আহবান খালেদা জিয়ার
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি: ফিরে দেখা ১ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি: ফিরে দেখা ১ জুলাই
সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ
কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে রূপসা সেতু অবরোধ কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে রূপসা সেতু অবরোধ
আসিফ তুমি এখন ইয়া নফছি ইয়া নফসি কর অপরাধের মাত্রা ছাড়িয়ে গিয়েছো আসিফ তুমি এখন ইয়া নফছি ইয়া নফসি কর অপরাধের মাত্রা ছাড়িয়ে গিয়েছো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)