
শনিবার, ৫ জুলাই ২০২৫
প্রথম পাতা » » রাজনৈতিক আশ্রয় থেকে দেশে ফিরতে চান তারেক রহমান, লন্ডনে ফেরা নিয়ে প্রশ্ন
রাজনৈতিক আশ্রয় থেকে দেশে ফিরতে চান তারেক রহমান, লন্ডনে ফেরা নিয়ে প্রশ্ন
ঢাকা, জুলাই ২০২৫ - দীর্ঘদিন যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছেন বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা। যদিও এখনো তার ফেরার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি, একটি সূত্র বলছে ২৮ জুলাই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
তারেক রহমানের মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইতোমধ্যে লডনে চিকিতসা নিয়ে দেশে গিয়েছেন। তার সঙ্গে দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান-এরও ঢাকায় ঙ্গিয়েছিলেন।
লন্ডনে ফেরা কি সম্ভব?
তারেক রহমান যদি দেশে ফেরেন, তাহলে আবার যুক্তরাজ্যে ফিরে আসা কঠিন হতে পারে, বিশেষ করে যদি তার বর্তমান অবস্থান শুধুমাত্র রাজনৈতিক আশ্রয়ের ভিত্তিতে হয়ে থাকে। কারণ:
যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নীতিমতে, আশ্রয়প্রাপ্ত ব্যক্তি নিজ দেশে স্বেচ্ছায় ফিরে গেলে তার আশ্রয় বাতিল হয়ে যেতে পারে।
যদি তিনি স্থায়ী বসবাসের অনুমতি (ILR) বা ব্রিটিশ নাগরিকত্ব পেয়ে থাকেন, তাহলে দেশে যাওয়া-আসায় তেমন সমস্যা হবে না।
বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দাবি করেছেন, তারেক রহমানের বিরুদ্ধে থাকা মামলাগুলো এখন আর বড় বাধা নয় এবং তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল।
বিশ্লেষণ:
তারেক রহমানের দেশে ফেরা যেমন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ, তেমনি এটি তার ভবিষ্যতের আন্তর্জাতিক চলাচলের ওপরও প্রভাব ফেলতে পারে। যুক্তরাজ্যে তার অবস্থান যদি শুধুমাত্র রাজনৈতিক আশ্রয়ের ভিত্তিতে হয়ে থাকে, তাহলে দেশে ফেরার পর আবার লন্ডনে ফেরা অনিশ্চিত।