বগুড়ায় নিখোঁজের তিনদিন পর লেক থেকে যুবকের লাশ উদ্ধার
বগুড়া প্রতিনিধিঃ
বগুড়া শহরের জলেশ্বরীতলা নূর মসজিদ সংলগ্ন এলাকার বাসিন্দা তৌফিকুর রহমানের পুত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষ করা হাসিন রায়হান সৌমিক (৩০) নিখোঁজ হওয়ার তিনদিন পর লা*শ উদ্ধার হয়েছে।
আজ রোববার (২৯ জুন) বগুড়ার শাহজাহানপুর উপজেলার বি-ব্লক এলাকার একটি লেকের পানিতে ভেসে থাকা অবস্থায় পুলিশ তার লা*শ উদ্ধার করে।
পরিবার সূত্রে জানা যায়, তিনদিন আগে সৌমিক নিখোঁজ হন। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। কিন্তু পুলিশ প্রশাসন চেষ্টার পরও তাকে জীবিত উদ্ধার করতে পারেনি, বরং আজ তার নিথর দেহ উদ্ধার করতে হয়েছে।
সৌমিকের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।