শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৫ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ২১ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আনন্দবাজারের প্রতিবেদন দেওয়ালে ঠেকেছে পিঠ, গলি থেকে রাজপথে উঠেছে আ. লীগ
প্রথম পাতা » রাজনীতি » আনন্দবাজারের প্রতিবেদন দেওয়ালে ঠেকেছে পিঠ, গলি থেকে রাজপথে উঠেছে আ. লীগ
৪০ বার পঠিত
বুধবার, ২১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আনন্দবাজারের প্রতিবেদন দেওয়ালে ঠেকেছে পিঠ, গলি থেকে রাজপথে উঠেছে আ. লীগ

পক্ষকাল ডেস্ক

---
দলীয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হওয়ার পরে বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা বাড়াচ্ছে আওয়ামী লীগ। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর ছোট ছোট দল অলিতে গলিতে মিছিল বের করলেও বর্তমানে তারা রাজপথে উঠে এসেছে।
জেলায় জেলায় তো বটেই, ঢাকার রাজপথে মিছিল বের করছে বাংলাদেশের এক সময়ের এই শাসকদল। গত কাল ঢাকা শহর এবং আশেপাশের এলাকায় এক দিনে ২০ থেকে ২৫টি মিছিল হয়েছে বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। তাঁদের দাবি, দলের কর্মী-সমর্থকদের উপরে বর্তমান সরকার দমননীতিতে চালাচ্ছে। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে নেতা-কর্মী-সমর্থকদের। তাই দলের কাছে রাজপথই একমাত্র পথ।
গত ১০ মে আওয়ামী লীগকে কার্যত নিষিদ্ধ ঘোষণা করে সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে নির্বাচন কমিশন শেখ হাসিনার দলের বৈধতা বাতিল করে দেয়। যার ফলে আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ। এই জোড়া ধাক্কার পর থেকে বিভিন্ন প্রান্তে আওয়ামী লীগের তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। মিছিল যেমন হচ্ছে, তেমনই দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতারা প্রতিক্রিয়াও দিচ্ছেন।
প্রায় প্রতিদিনই আওয়ামী লীগের কর্মসূচি থাকছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করছেন, তাতে ভিড় হচ্ছে চোখে পড়ার মতো। দলের এক নেতা জানিয়েছেন, ‘নজরকাড়া বিষয় হল, ইউনূস সরকার ক্ষমতাসীন হওয়ার পর অলিগলিতে মিছিল করতেন আওয়ামী লীগের কর্মীরা। কিন্তু দলকে নিষিদ্ধ ঘোষণার পরে সেই মিছিলগুলি রাজপথে চলে এসেছে। ওই ধরনের মিছিলের সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে মিছিলের বহরও।’
‘দিন কয়েক আগে ঢাকার মোহম্মদপুরের কল্যাণপুর থেকে শ্যামলী পর্যন্ত হয়েছিল আওয়ামী লীগের মিছিল। সাম্প্রতিক কালে এত বড় মিছিল ঢাকায় হয়নি। উত্তরায় পর পর কয়েকদিন মিছিল হয়েছে। ঢাকা মহানগর ছাত্রলীগের উত্তরের নেতারা মিছিল করেছেন। বাড্ডা, রামপুরা, ধনিয়া, ধানমন্ডি, ডেমরা, ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। গত রবিবার ২০-২৫টি মিছিল করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।’
আওয়ামী লীগ নেতাদের একটা বড় অংশের মতে, এখন দলের অস্তিত্বের সংকট। তাঁদের অভিযোগ, বর্তমান সরকার দেশে ‘অঘোষিত মার্শাল ল’ জারি করেছে। গোটা দেশকে এই সরকার ‘কারাগারে পরিণত’ করেছে।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম টেলিফোনে আনন্দবাজারকে বলেন, ‘আমাদের দলকে নিষিদ্ধ করায় কর্মী-সমর্থকেরা ক্ষুব্ধ। তাঁদের উপরে যে দমন-পীড়ন চালানো হচ্ছে, তাতে প্রতিবাদ-প্রতিরোধ ছাড়া উপায় নেই। তাই মরিয়া হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন।’
আগামী দিনে লড়াই আরও জোরদার হবে দাবি করে বাহাউদ্দিন নাছিম বলেন, ‘এই দখলদার সরকার মানুষের জীবনকে দুঃসহ করতে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম দিনে দিনে বাড়ছে। সরকারের মদতপুষ্ট জঙ্গি বাহিনীর নির্যাতনে দিশাহারা মানুষ আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন।’
আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আওয়ামী লীগের মিছিলকে তেমন গুরুত্ব দিচ্ছে না বিএনপি। তারা বরং প্রকারান্তে অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে। দলের প্রাক্তন সাংসদ তথা বিএনপি-র চেয়ারপার্সনের উপদেষ্টা মোয়াজ্জেম হুসেন আলাল বলেন, ‘একটি দলের চাপে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে যদি আইনি পদ্ধতিতে করা হত, তা হলে ঠিক হত। এ রকম মিছিল করে উত্তেজনা তৈরির চেষ্টা বন্ধ করা যেত।’
তথ্যসূত্র: আনন্দবাজার



এ পাতার আরও খবর

ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাসপাতাল ক্ষতিগ্রস্ত, বহু আহত ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাসপাতাল ক্ষতিগ্রস্ত, বহু আহত
ট্রাম্প G7 থেকে আগেই ফিরে আসলেন ইরান সংকট মোকাবিলায় ট্রাম্প G7 থেকে আগেই ফিরে আসলেন ইরান সংকট মোকাবিলায়
যুদ্ধ নয়, কূটনীতিই হোক পথ যুদ্ধ নয়, কূটনীতিই হোক পথ
ইরানে হামলা হলে পারমাণবিক বিপর্যয়ের হুঁশিয়ারি দিল রাশিয়া ইরানে হামলা হলে পারমাণবিক বিপর্যয়ের হুঁশিয়ারি দিল রাশিয়া
গোপন সফর, দ্ব্যর্থহীন ভাষা ও প্রশ্নবিদ্ধ স্বচ্ছতা: খলিলুর রহমানের যুক্তরাষ্ট্র যাত্রা কী ইঙ্গিত দিচ্ছে? গোপন সফর, দ্ব্যর্থহীন ভাষা ও প্রশ্নবিদ্ধ স্বচ্ছতা: খলিলুর রহমানের যুক্তরাষ্ট্র যাত্রা কী ইঙ্গিত দিচ্ছে?
“ছুটির আড়ালে কূটনৈতিক বাণিজ্য: খলিলুর রহমানের নীরব ‘সফর’ ও স্বচ্ছতার অভাব” “ছুটির আড়ালে কূটনৈতিক বাণিজ্য: খলিলুর রহমানের নীরব ‘সফর’ ও স্বচ্ছতার অভাব”
যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ৩৬ দেশের উপরে ভিসা-নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ৩৬ দেশের উপরে ভিসা-নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে
পানি শিল্পী রিও তাত সুকি নতুন ভাঙ্গা বাবার ভবিষ্যৎবাণী কি ঘটতে যাচ্ছে ৫ই জুলাই পানি শিল্পী রিও তাত সুকি নতুন ভাঙ্গা বাবার ভবিষ্যৎবাণী কি ঘটতে যাচ্ছে ৫ই জুলাই
গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা গুমের ঘটনা তদন্তে জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
গুম কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন: ভুক্তভোগীদের অভিযোগে ভরছে আস্থা সংকট গুম কমিশনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন: ভুক্তভোগীদের অভিযোগে ভরছে আস্থা সংকট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)