আমার ছেলেকে তার দুইজন সহপাঠী ডেকে নিয়ে গিয়েছিলো
ফেসবুকের পোষ্ট থেকে;
আমার ছেলেকে তার দুইজন সহপাঠী ডেকে নিয়ে গিয়েছিলো ফাদার টিম বিল্ডিং এ।
সে দুইজন আসলে কে আমাদের জানানো হয়নি কলেজ থেকে।
কলেজ কর্তৃপক্ষ চাইলেই সিসিটিভি ফুটেজ চেক করে জানাতে পারতেন। যে দুইজন আমার ছেলেকে নিয়ে গেছে তাদের জন্যই আমার ছেলে পরে গিয়েছে।
অথচ কলেজ থেকে বলা হচ্ছে সেলফি তুলতে গিয়ে পরে গিয়েছে যা মিথ্যা।
ধ্রুব কলেজে গিয়ে সেলফি তোলার ছেলে না। ওর সাথে শুধু বাটন ফোন ছিলো।
আমার ছেলে তো নাই কিন্তু আপনারা কেন গল্প বানাচ্ছেন।
আপনারা ভুল তথ্য দিবেন না।
—-নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী ধ্রুবব্রত দাসের মা তমা রানী সিং এর ফেসবুক থেকে সংগৃহীত।
একজন মা তার সর্বস্ব দিয়ে একটা সন্তানকে বড় করে তোলে! কত۔۔ শত নির্ঘুম রাত, কত ত্যাগ….. আর কিছু মানুষ তারপরও এই মৃত্যু নিয়ে নানারকম গল্প সাজাচ্ছে! কোনকিছুর তদন্তের আগেই যদি এক বা একাধিক গল্প সাজানো হয় আপনি সুষ্ঠ তদন্ত আশা করবেন কিভাবে? যার হারায় সে বুঝে!!
নিলয় চক্রবর্তী।
১৩ই মে ২০২৫ ইং।।