
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ | বিশ্ব সংবাদ » পাকিস্তানে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ৬ জঙ্গি নিহত, আহত ৪
পাকিস্তানে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে ৬ জঙ্গি নিহত, আহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৬ এপ্রিল ২০২৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে বন্দুকযুদ্ধে অন্তত ছয়জন জঙ্গি নিহত হয়েছে। এ সময় আরও চারজন জঙ্গি আহত হয় বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর)।
বিবৃতিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৩ এপ্রিল রাত থেকে ২৪ এপ্রিল রাত পর্যন্ত বান্নু জেলায় এই যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে জঙ্গিদের সঙ্গে ব্যাপক গুলি বিনিময় হয়।
আইএসপিআর আরও বলেছে, “পাকিস্তান তার ভূখণ্ড থেকে সন্ত্রাসবাদ নির্মূলে দৃঢ়প্রতিজ্ঞ। যতদিন সন্ত্রাসবাদের শেকড় রয়েছে, ততদিন আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলা ও জঙ্গি তৎপরতা উদ্বেগজনক হারে বেড়েছে। খাইবার পাখতুনখোয়া অঞ্চলকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এর প্রধান ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়, যেখানে বিচ্ছিন্নতাবাদী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) বেলুচিস্তানে সক্রিয় রয়েছে।
সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে পাকিস্তানে অন্তত ৪৪টি বড় ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে। গত এক দশকের তুলনায় গেল বছর জঙ্গি হামলার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ শতাংশ।
বিশ্লেষকরা বলছেন, দেশের ভেতরে নিরাপত্তা পরিস্থিতির অবনতি পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন প্রচেষ্টার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।