আমিরকে অনিলের পরামর্শ
![]()
পক্ষকাল সংবাদ-
সিনেমাটি পরিচালনা করেছেন মুহিত সুরি। প্রযোজনায় রয়েছেন অঙ্কুর গার্গ, লাভ রঞ্জন, ভূষণ কুমার, কৃষাণ কুমার। সম্প্রতি এই সিনেমার প্রচারে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অনিল কাপুর। এই সময় বলিউডে টিম হয়ে কাজ করার ব্যাপারে কথা বলেন তিনি। পাশাপাশি বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানকে দেয়া তার পরামর্শের বিষয়েও জানান এই অভিনেতা।
অনিল কাপুর বলেন, আমি মনে করি আমাদের অঙ্কুর গার্গ ও লাভ রঞ্জনের মতো প্রযোজকদের প্রয়োজন। আমি মুহিত সুরিকে বলেছি তাদের সঙ্গে সিনেমা নির্মাণ চালিয়ে যেতে। আমি যখন আমির খানের সঙ্গে ফোনে কথা বলি, তাকে বলি, রাজকুমার হিরানিকে তোমার ছাড়া ঠিক হবে না। যখন তাদের দুজনেরই সিনেমা দেখি— আমি আমিরকে পরামর্শ দেই, যেন হিরানির সঙ্গে সিনেমা নির্মাণ না ছাড়ে।
হলিউড ইন্ডাস্ট্রির উদাহরণ টেনে এই অভিনেতা বলেন, আপনি যদি মার্টিন স্করসেজি, লিওনার্দো ডিক্যাপ্রিও, রবার্ট ডি নিরোকে দেখেন, তারা একসঙ্গে অনেক সিনেমা করেছেন। যদিও তারা অন্যদের সঙ্গেও কাজ করেছেন। তবে পরস্পরের সঙ্গে কাজ চালিয়ে গেছেন। অবশ্যই তাদের মধ্যে ম্যাজিক রয়েছে। আপনাকে কাস্টিং পরিবর্তন করতে হবে। তবে টিম হয়ে পরস্পরের পাশে দাঁড়ানো উচিত।
মালাং সিনেমায় খল চরিত্রে অভিনয় করছেন অনিল কাপুর। পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে তাকে। রোমান্টিক-অ্যাকশন-ড্রামা ঘরানার এই সিনেমায় আরো অভিনয় করছেন— আদিত্য রয় কাপুর, দিশা পাটানি, কুণাল খেমু, অম্রুতা খানবিলকর, এলি আভরাম প্রমুখ। আগামী ৭ ফেব্রুয়ারি মালাং মুক্তি পাবে।





    ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক দাঙ্গার আশঙ্কা    
    সেনা সদরের চিঠির অপব্যাখ্যা করা হয়েছে : আইএসপিআর    
    চরপাড়া টাইমস প্রকাশিত:  প্রতিবেদক: কলমচোর কুদ্দুস    
    সম্পাদকীয় নিবন্ধ “সামাজিক ব্যবসা” রাষ্ট্রের বিকল্প নয়, গণতন্ত্রের বিকল্প নয় বরং এটি অপশাসনের নতুন মুখোশ    
    ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১৭- ইউক্রেনের হামলায়রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজ ধ্বংস    
    সাবেক এমপি শিল্পী মমতাজ গ্রেপ্তার    
    শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?    
    ‘স্বর্গ নয়, নরক’, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কাশ্মীরিদের জন্য কী লিখলেন সলমন খান?    
    ইসরায়েলি অভিনেত্রী থাকায় সিনেমা নিষিদ্ধ    
    শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি