শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা » টিকিট আছে, তবুও বিমানে উঠতে পারলেন না গেইল!
প্রথম পাতা » খেলাধুলা » টিকিট আছে, তবুও বিমানে উঠতে পারলেন না গেইল!
৩২৩ বার পঠিত
মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টিকিট আছে, তবুও বিমানে উঠতে পারলেন না গেইল!

---

পক্ষকাল সংবাদ-

বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের একজন ক্রিস গেইল। এবার তিনিও এক বিড়ম্বনায় পড়লেন। হাতে ছিলো বিমানের কনফার্ম টিকিট। তারপরও তিনি বিমানে উঠতে পারলেন না। আর এ ঘটনায় তেলে বেগুনে জ্বলে উঠেছেন এই ক্যারিবিয়ান তারকা খেলোয়াড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমিরেটস এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এ নিয়ে সোমবার টুইট করে তিনি লিখেছেন, ‘এমিরেটসের ব্যবহারে অত্যন্ত হতাশ। আমার ফ্লাইটের টিকিট কনফার্ম ছিলো। কিন্তু তারপরও তারা বলছে ওদের ফ্লাইট ভর্তি হয়ে গেছে। আর বসার জায়গা নাই। এটা কী! শুধু তাই নয়, এমিরেটস আমাকে ইকোনমি ক্লাসে যাওয়ার প্রস্তাব দেয়। অথচ আমার কাছে বিজনেস ক্লাসের টিকিট ছিলো। এখন আমাকে অন্য ফ্লাইটে যেতে হবে। অত্যন্ত খারাপ অভিজ্ঞতা হলো।’

টিকিট থাকা সত্ত্বেও উঠতে না পারলে সব মানুষই বিরক্তবোধ করবে। আর গেইলের সাথে এমন হওয়ায় নেট দুনিয়ার সবাই ক্ষোভ প্রকাশ করছেন। ক্রিস গেইলের ভক্তরা গেইলের পাশে থেকে এমিরেটস এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়ছেন।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)