বুধবার, ২৮ আগস্ট ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » শোকের মাস পেরোলেই মন্ত্রিসভায় আরেকদফা রদবদল!
শোকের মাস পেরোলেই মন্ত্রিসভায় আরেকদফা রদবদল!


ঢাকা, ২৮ আগস্ট- আবারো মন্ত্রীসভায় রদবদল আনতে যাচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। এবার দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে পরিবর্তনের সম্ভাবনার ব্যাপারে গুঞ্জন চলছে। এই রদবদলে কোনো মন্ত্রী বাদ পড়বেন কিনা সে ব্যাপারে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এর আগে গত ৭ জানুয়ারি সরকার গঠনের পর ছোট পরিসরে দুদফায় মন্ত্রিসভায় রদবদল আনা হয়।
জানা যায়, আগামী ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই বর্তমান মন্ত্রিসভায় আরেক দফায় রদবদল আনা হতে পারে।
সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রদবদলের বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। ৭ জানুয়ারি নতুন মন্ত্রিসভা গঠিত হওয়ার পর থেকেই এ পর্যন্ত মন্ত্রীদের কার্যক্রম নিজেই পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করেছেন। এর ভিত্তিতেই মন্ত্রিসভায় কিছু রদবদল করবেন বলে ধারণা করা হচ্ছে।
আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, সিনিয়র নেতাদের মধ্যে অন্তত দুইজন নতুন মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ১৪ দলের শরীকদের মধ্যে থেকেও কেউ মন্ত্রিসভায় অন্তর্ভূক্ত হতে পারেন।
একাধিক সূত্র বলেন যে, মন্ত্রিসভার রদবদলের বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী হোমওয়ার্ক করছেন এবং আগস্ট মাস শোকের মাস, শোকের মাস পেরোলেই মন্ত্রিসভার আরেকদফা রদবদল হবে।




হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী