শিরোনাম:
ঢাকা, বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
প্রথম পাতা » খেলাধুলা | বিনোদন | ব্রেকিং নিউজ » এখনও আমার জয়ের ক্ষুধা রয়েছে: রোনালদো
প্রথম পাতা » খেলাধুলা | বিনোদন | ব্রেকিং নিউজ » এখনও আমার জয়ের ক্ষুধা রয়েছে: রোনালদো
২৭৫ বার পঠিত
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এখনও আমার জয়ের ক্ষুধা রয়েছে: রোনালদো

স্পোর্টস ডেস্ক

ক্যারিয়ারে প্রায় সবই জিতেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। ফুটবলের সবচেয়ে মর্যাদার আসর চ্যাম্পিয়ন্স লিগে তো নিজেকে রাজা হিসেবেই তৈরি করেছেন। তবে বয়সটা ৩৪ পেরিয়ে ৩৫ এর কাছে। কিন্তু তারপরও জয়ের ক্ষুধা বিন্দুমাত্র কমেনি তার। জুভেন্টাসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতবেন বলেই প্রত্যয় প্রকাশ করেন পাঁচ বারের ব্যলন ডি’অর জয়ী এ তারকা।

আগের দিন রিয়াল মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কার বিশেষ সম্মাননা পেয়েছেন রোনালদো। মর্যাদাপূর্ণ মার্কা কিংবদন্তী পুরস্কার নিতে আবারও মাদ্রিদে ফিরেছিলেন তিনি। সেখানেই নিজের প্রত্যাশার কথা বলেন রোনালদো, ‘মাদ্রিদের আমি যা জিতেছি তারপর আমার কিছু পরিবর্তন ও নতুন মোটিভেশন প্রয়োজন ছিল। আমার এখনও আগের মতোই জয়ের ক্ষুধা রয়েছে। জুভেন্টাস অবশ্যই চ্যাম্পিয়ন্স লিগ জিতবে। তবে আমি ঠিক জানিনা এ বছরেই সেটা হবে নাকি পরের বছর। তবে অবশ্যই এটা আসবে।’

মাদ্রিদের তিয়েত্রো ভিক্তোরিয়ায় আগের দিন মার্কা পরিচালক হুয়ান ইগনাসিও গালার্দোর হাত থেকে পুরস্কার নেন রোনালদো। মর্যাদাপূর্ণ সে পুরস্কার পেয়েও দারুণ উচ্ছ্বসিত এ পর্তুগিজ, ‘ট্রফিটি আমার যাদুঘরের ভালো একটি জায়গায় স্থান পাবে। মাদ্রিদ আমার জন্য সবসময়ই বিশেষ কিছু। আমি অনেক ঘুরেছি কিন্তু মাদ্রিদের মতো খুব কম শহরই আছে। এই স্প্যানিশ ট্রফি পেয়ে নিজেকে সম্মানিত মনে করছি। ধন্যবাদ সবাইকে যারা আমাকে এটা পেতে সহায়তা করেছেন। আশা করছি আমি আবার মাদ্রিদে ফিরে আসব।’

রোনালদোর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন তার এজেন্ট জর্জ মেন্ডিস, গার্লফ্রেন্ড জর্জিনা রদ্রিগেজ, রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ, ইউনিদাদ এডিটোরিয়ালের প্রেসিডেন্ট ফার্নান্দেজ-গালিয়ানো ক্যাম্পাস। এর আগে লিওনেল মেসি, রাউল গঞ্জালেস, দিয়াগো ম্যারাডোনা, পেলে ও পাওলো মালদিনির মতো কিংবদন্তী ফুটবলাররা জিতেছেন এ পুরস্কার। এছাড়া রাফায়েল নাদাল, মাইকেল জর্ডান, মাইকেল ফেল্পস, মার্ক মার্কুয়েজ, পাউ গাসল, মিগুয়েল ইন্দুরাইন, উসাইন বোল্ট ও রজার ফেদেরারের মতো খেলোয়াড়রাও পেয়েছেন এ পুরস্কার।



এ পাতার আরও খবর

চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
ইউনিভার্সাল  রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া ইউনিভার্সাল রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া
প্রেমজিত সেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে  বহিষ্কারের পর ও বাংলাদেশের সেমিনারে আসলেন প্রেমজিত সেন ওয়ার্ল্ড কারাতে ফেডারেশন থেকে বহিষ্কারের পর ও বাংলাদেশের সেমিনারে আসলেন
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায় চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের
করোনা আক্রান্ত শচীন করোনা আক্রান্ত শচীন
কিউই পেসারে আসা-যাওয়ার মিছিলে টাইগাররা কিউই পেসারে আসা-যাওয়ার মিছিলে টাইগাররা
আজকে নতুনত্ব অধিনায়ক ঘোষণা হবে বাংলাদেশের আজকে নতুনত্ব অধিনায়ক ঘোষণা হবে বাংলাদেশের

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)