শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
রবিবার, ২৮ জুলাই ২০১৯
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর প্রকোপ, ক্যাম্পাস বন্ধের দাবি
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | শিক্ষা ও ক্যারিয়ার » ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর প্রকোপ, ক্যাম্পাস বন্ধের দাবি
৩২৩ বার পঠিত
রবিবার, ২৮ জুলাই ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডেঙ্গুর প্রকোপ, ক্যাম্পাস বন্ধের দাবি

পক্ষকাল সংবাদ-

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে প্রকোপ বেড়েছে ডেঙ্গুজ্বরের। গত এক সপ্তাহের মধ্যে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। ডেঙ্গুজ্বরে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর পর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। আসন্ন ঈদের ছুটির সাথে সমন্বয় করে ক্যাম্পাস বন্ধের দাবি জানিয়েছেন তারা।

হল সংসদের প্রতিনিধিদের দেওয়া তথ্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলা জরিপে দেখা গেছে, শনিবার রাত সাড়ে ১১টা পর্যন্ত ১৮৭ জনের ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

এ বিষয়ে মুহসীন হল সংসদের সহ-সভাপতি শহিদুল হক শিশির জানান, শনিবার রাতে হলের নিচতলার কক্ষগুলোতে খবর নিয়ে ১২ জনের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। পুরো হলে খবর নিলে সংখ্যাটা ২০-২৫ জনের মত হতে পারে বলেও জানান তিনি।
শাসসুন্নাহার হলের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি ওই হলের পাঁচজনের আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। বিজয় একাত্তর হলে ৫০ জন শিক্ষার্থী জ্বরে আক্রান্ত, এর মধ্যে ২০ জন ডেঙ্গুতে বলে জানিয়েছে হল সংসদ।

এছাড়া হলগুলোর বিভিন্ন রুমে এক বা একাধিক শিক্ষার্থীর ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে শুক্রবার রাতে ফিরোজ কবীর স্বাধীন নামের ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তর শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রের প্রধান মেডিকেল অফিসার সারওয়ার জাহান মুক্তাফী বলেন, আস্তে আস্তে ডেঙ্গু নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। তবে একজন শিক্ষার্থীর মৃত্যুর পর ক্যাম্পাসে আতঙ্ক বিরাজ করছে। গত এক সপ্তাহে দুই শতাধিক শিক্ষার্থী জ্বর নিয়ে মেডিকেলে এসেছিলেন। তাদের অধিকাংশকে রক্ত পরীক্ষার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের ডেঙ্গু সেবাকে পর্যাপ্ত মনে করছেন না সাধারণ শিক্ষার্থীরা। সূর্যসেন হলের এক শিক্ষার্থী বলেন, এখানে যে সেবা দেওয়া হয়, তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যার তুলনায় অপ্রতুল।’

শিক্ষার্থীদের দাবির মুখে ডেঙ্গুতে রক্তপরীক্ষার জন্য একটি ‘সেল কাউন্টার’ মেশিন এনেছে কর্তৃপক্ষ।

সারওয়ার জাহান মুক্তাফী জানান, রবিবার সকালেই প্রায় দুইশ শিক্ষার্থীর রক্ত পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। এই মুহুর্তে মেডিকেলে ৯ জন শিক্ষার্থী ভর্তি আছেন বলেও জানান তিনি।

এদিকে, ডেঙ্গুজ্বরে আতঙ্কিত না হয়ে সকলকে সাবধান ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।



এ পাতার আরও খবর

বাংলাদেশের পানির নিচে লুকিয়ে থাকা সম্পদ - ভবিষ্যতের সম্ভাবনা না কি নতুন উপনিবেশের ফাঁদ বাংলাদেশের পানির নিচে লুকিয়ে থাকা সম্পদ - ভবিষ্যতের সম্ভাবনা না কি নতুন উপনিবেশের ফাঁদ
গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার
জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে
তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ
আমি যে যন্ত্রণার কথা বলছি তা কেবল গুম হওয়া ব্যক্তির নয় - পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি। আমি যে যন্ত্রণার কথা বলছি তা কেবল গুম হওয়া ব্যক্তির নয় - পুরো পরিবার, সমাজ ও রাষ্ট্রব্যবস্থার প্রতিচ্ছবি।
গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় : আইন উপদেষ্ গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচার সরকারের অগ্রাধিকার তালিকায় : আইন উপদেষ্
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’ সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের ‘রেড নোটিশ’
“” “”"একটি হারানো বিজ্ঞপ্তি”"”
বান্দরবানে জলকেলি উৎসবে আরাকান আর্মি, বিতর্কের ঝড় বান্দরবানে জলকেলি উৎসবে আরাকান আর্মি, বিতর্কের ঝড়
রাখাইন রাজ্যে বিশেষ অভিযান নিয়ে সিআইএ-কে অবহিত করতে ওয়াশিংটনে বাংলাদেশের ডিজিএফআই প্রধান! রাখাইন রাজ্যে বিশেষ অভিযান নিয়ে সিআইএ-কে অবহিত করতে ওয়াশিংটনে বাংলাদেশের ডিজিএফআই প্রধান!

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)