শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতের মানচিত্র থেকে কাশ্মীর-অরুণাচলকে মুছে দিনল চীন
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি » ভারতের মানচিত্র থেকে কাশ্মীর-অরুণাচলকে মুছে দিনল চীন
৪২৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের মানচিত্র থেকে কাশ্মীর-অরুণাচলকে মুছে দিনল চীন

---
পক্ষকাল সংবাদ ডেস্ক ঃবিশ্বের সামনে ভারতের বিকৃত মানচিত্র তুলে ধরল চীন। ভারত থেকে কাশ্মীর, অরুণাচল প্রদেশ বাদ দিয়ে বিশ্ব বাজারে নতুন মানচিত্র বিক্রি করছে চীন। এমনই চীনা গ্লোব দেখা গেল টর্নেটোর একটি শপিংমলে।

কানাডায় সন্দীপ দেসওয়াল নামে এক প্রবাসী ভারতীয় জানান, বর্ষবরণের রাতে ম্যালটনের একটি শপিংমলে কিছু কেনাকাটা করতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে মেয়ের জন্য একটি গ্লোব কেনেন তিনি। সেই গ্লোব বাড়িতে নিয়ে এসে তিনি দেখেন, ভারতের মানচিত্র থেকে জম্মু ও কাশ্মীরকে আলাদা করে দেখানো হয়েছে সেখানে। তত্ক্ষণাত্ সেই স্টোরে গিয়ে অভিযোগও জানান সন্দীপ। যদিও এ ব্যাপারে কোনও কথা বলতে চায়নি স্টোর কর্তৃপক্ষ।

সন্দীপ বলেন, ‘মানচিত্রে এমন ভুল থাকলে ভারত সম্পর্কে মেয়ের কী ধারণা তৈরি হবে! পরবর্তী প্রজন্মও বা কী শিখবে? ভীষণ দুর্ভাগ্যজনক বিষয় এটি।’

বিদেশের মাটিতে সন্দীপের মতো অনেক প্রবাসী ভারতীয় এমন ঘটনার সাক্ষী থেকেছেন। ইউনিভার্সিটি অব টর্নেটোর প্রফেসর সাধনা জোশী দাবি করেন এমনই একটি বিকৃত গ্লোব কিনেছিলেন তিনি। সেখানেও জম্মু ও কাশ্মীরকে ‘বিতর্কিত জায়গা’ হিসাবে দেখানো হয়েছে।

তার কথায়, ‘আমাদের দেশকে এভাবে দু’ভাগ করে দেখানো কখনওই মেনে নেওয়া যায় না।’

এমনই আর্র একটি গ্লোবে দেখা গিয়েছে জম্মু ও কাশ্মীর-সহ অরুণাচল প্রদেশকেও বাদ দেওয়া হয়েছে। এই সব গ্লোবগুলি চীন থেকেই রপ্তানি হয় বলে দাবি করেছেন স্থানীয় দোকানদাররা।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মানচিত্র বিতর্ক সামনে আসতেই গ্লোব বিক্রি বন্ধ করেছে বেশ কিছু দোকানদার। আবার অনেকে গ্লোবগুলিকে পরীক্ষা করতে সংশ্লিষ্ট দফতরে পাঠিয়েছেন বলেও জানা যাচ্ছে।

সূত্র: ইন্ডিয়া ডটকম

বিএসএফের পাল্টা হামলায় পাক রেঞ্জার্সের ১২ জওয়ান নিহত

পাক রেঞ্জার্সের গুলিতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক জওয়ানের মৃত্যুর পর পাল্টা হামলায় নিহত হয়েছেন ১২ পাকিস্তানি রেঞ্জার্স সদস্য। একই সঙ্গে গুঁড়িয়ে দেয়া হয়েছে পাকিস্তানের ৫টি সীমান্ত চৌকি।

ভারতীয় বাহিনীর গোলাবর্ষণে ধ্বংস হয়ে গিয়েছে পাকিস্তানের ৩টি মর্টার শেলিং পয়েন্টও। বিএসএফ সূত্রে এই গোলাবর্ষণের কথা জানানো হয়েছে।

গত মধ্যরাত থেকে ভারী গোলাবর্ষণ শুরু করে বিএসএফ। জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টর থেকে এই আঘাত হানা হয়েছে বলে বিএসএফ-এর তরফে জানানো হয়েছে।

গতকালই পাক বাহিনী সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে হামলা চালিয়েছিল। শুধু গোলাবর্ষণ নয়, বিএসএফ জওয়ানদের নির্দিষ্ট করে নিশানা বানানোর চেষ্টা হয় স্নাইপার শটের মাধ্যমে। তাতেই মৃত্যু হয় হীরানগর সাব-সেক্টরে কর্মরত বিএসএফ জওয়ান রাধাপদ হাজরার। গতকাল ওই জওয়ানের জন্মদিনও ছিল।

বিকালে পাক রেঞ্জার্সের পরিকল্পিত হামলার পর মধ্যরাত থেকেই পাল্টা আঘাত হানতে শুরু করে দেয় বিএসএফ। সাম্বা সেক্টর থেকে ভারী গোলাবর্ষণ শুরু হয়।

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, নিয়ন্ত্রণরেখার ও পারে পাক রেঞ্জার্সের ৫টি পোস্ট গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংস করে দেওয়া হয়েছে ৩টি মর্টার শেলিং পয়েন্টও, যেখান থেকে নিয়মিত মর্টার ছুড়ত পাক বাহিনী।

বিএসএফ-এর এই বিধ্বংসী আঘাতেই পাক বাহিনীর ১০-১২ জন সদস্যের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। রাধাপদ হাজরার মৃত্যুর বদলা নিতেই এই হামলা, এমনই জানানো হয়েছে বিএসএফ সূত্রে।



এ পাতার আরও খবর

সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ’র আস্থাভাজন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিনের সম্পদের পাহাড়! সাবেক নৌ-প্রতিমন্ত্রী খালিদ’র আস্থাভাজন বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিনের সম্পদের পাহাড়!
প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাত
আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে ইসি
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জামিনে মুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ জামিনে মুক্ত
সীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় সীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়
❝অন্তর্বর্তী নয়, এখনই চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার❞ ❝অন্তর্বর্তী নয়, এখনই চাই নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার❞
৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
“জুলাই ঘোষণাপত্রের বৈধতা নেই”-ড. ইউনূসকে প্রশ্নবিদ্ধ করলেন ফরহাদ মজহার “জুলাই ঘোষণাপত্রের বৈধতা নেই”-ড. ইউনূসকে প্রশ্নবিদ্ধ করলেন ফরহাদ মজহার
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক: নির্বাচনপূর্ব সংলাপ ও সংস্কার আলোচনায় অগ্রগতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক: নির্বাচনপূর্ব সংলাপ ও সংস্কার আলোচনায় অগ্রগতি
আর কত প্রাণ গেলে সাংবাদিক নির্যাতন বন্ধ সুরক্ষার আইন হবে আর কত প্রাণ গেলে সাংবাদিক নির্যাতন বন্ধ সুরক্ষার আইন হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)