ড. ইউনুসকে নরেন্দ্র মোদীর সম্মাননা
![]()
পক্ষকাল ডেস্ক :
শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে স্বর্ণপদকসহ সম্মাননা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় বিজ্ঞান কংগ্র্রেসের ১০২তম উদ্বোধনী অনুষ্ঠানে এই সম্মাননা জানানো হয়। ভারতীয় বিজ্ঞান কংগ্র্রেস দেশটির মুম্বাইতে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকায় অবস্থিত ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ রবিবার দুপুরে এই তথ্য জানান।
জানা গেছে, ভারতীয় বিজ্ঞান কংগ্র্রেসের ১০২তম উদ্বোধনী অনুষ্ঠানে ড. মুহাম্মদ ইউনুসসহ নোবেলজয়ী চারজন এবং ভারতের আরো পাঁচজন বিজ্ঞানীকে স্বর্ণপদকসহ সম্মাননা জানানো হয়। ওই অনুষ্ঠানে ভারতের মন্ত্রী, নীতি নির্ধারক, শীর্ষস্থানীয় বিজ্ঞানীসহ ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ২০ হাজার অতিথি উপস্থিত ছিলেন।
ইউনুস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোর্শেদ জানান, উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪৫ মিনিটের বক্তব্য রাখেন। ওই বক্তব্যে নরেন্দ্র মোদী নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসের কৃতিত্বকে স্মরণ করেন।
বিজ্ঞান কংগ্র্রেসের উদ্বোধনী অনুষ্ঠানের পর ড. ইউনুসের সঙ্গে চা পানে অংশ নেন মোদী। এ সময় প্রায় এক ঘণ্টাব্যাপী প্রযুক্তি ও বিজ্ঞানের উন্নয়ন নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়।
চা চক্রে ড. মুহাম্মদ ইউনুস ছাড়াও উপস্থিত ছিলেন নোবেলজয়ী ইংল্যান্ডের পল নার্স, সুইজারল্যান্ডের কুর্ট উটরিচ, ইসরায়েলের আডা ই ইউনাথ এবং ক্যালিফোর্নিয়ার র্যান্ডি চেকম্যান।





    বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে    
    আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ    
    তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”    
    যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ    
    আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ    
    কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির    
    শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম    
    মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?    
    চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত    
    চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না