শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ১২ জুন ২০১৭
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বৃষ্টিতে ভিজেই আগাম টিকিট: বাসে বাড়তি ভাড়া
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » বৃষ্টিতে ভিজেই আগাম টিকিট: বাসে বাড়তি ভাড়া
৩৬৯ বার পঠিত
সোমবার, ১২ জুন ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বৃষ্টিতে ভিজেই আগাম টিকিট: বাসে বাড়তি ভাড়া

---

পক্ষকাল ডেস্ক ;
ঈদে আগাম টিকিট বিক্রির প্রথম দিনই বাড়তি দামে বিক্রি হয়েছে টিকিট। প্রতিবাদ করে কোনো লাভ হবে না ভেবে যাত্রীরাও মেনে নিয়েছে এই পকেট টাকা। আর বাড়তি ভাড়া আদায় রোধে প্রশাসনের হুঁশিয়ারি থাকলেও এর কোনো বাস্তবায়ন দেখা যায়নি মাঠে।

আগের রাত থেকে টানা বৃষ্টির কারণে আগাম টিকিট বিক্রির প্রথম দিন গাবতলী বা কল্যাণপুরে সকালের দিকে যাত্রীদের তেমন চাপ দেখা যায়নি। কাউন্টারগুলো মোটামুটি ফাঁকাই দেখা গেছে। যারা গেছেন, তাদের সবাই কাঙ্ক্ষিত টিকিট হাতে নিয়ে ফিরেছেন।

তবে দুপুরের পর থেকে ভিড় বাড়তে থাকে কাউন্টারগুলোতে, সেই সঙ্গে বাড়তে থাকে ভোগান্তি। দীর্ঘ সময় পেরিয়ে টিকিট হাতে পেয়ে যেমন স্বস্তি ছিল, তেমনি আবার বাড়তি টাকা খরচ করায় অসন্তোষও ছিল প্রকাশ্যে।

সোমবার সকাল ৬টা থেকে রাজধানীর গাবতলী ও কল্যাণপুরের বাস কাউন্টারগুলোতে অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। ২৩ জুন থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় আগের দিন বৃহস্পতিবারের টিকেটের চাহিদা বেশি বলে বেশি জানিয়েছেন পরিবহন কোম্পানির কর্মীরা।

ঈদে অতিরিক্ত ভাড়া ঠেকাতে সরকারের বিশেষ নজরদারির ঘোষণার মধ্যেই টিকিটের ভাড়া বেশি রাখা হচ্ছে। ঝিনাইদহ-চুয়াডাঙ্গা গামী পূর্বাশা পরিবহনের টিকিটের মূল্য ৪৫০ টাকা থেকে ১০০ টাকা বাড়িয়ে ৫৫০ টাকা করে দেয়া হয়েছে।

সুজন নামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জানান, গোল্ডেন লাইন, সেবা গ্রীণ লাইন, কমর্ফোড, বিকাশ, দিগন্ত পরিবহন ফরিদপুর-টুঙ্গিপাড়া সড়কের ভালো বাস। সেবার মান ও খুব ভালো। তবে অন্য সময় ৪৫০ টাকা টিকিট বিক্রি হলেও হঠাৎ তা বেড়ে হয়েছে ৫৫০ টাকা। কেন বেড়েছে এমন জানতে তিনি বলেন, ‘কী কারণে বেড়েছে জানা নেই। তবে প্রতিবছর ঈদের ১০ দিন আগে টিকিটের দাম বেড়ে যায়। এবারও আলাদা কিছু না।’

সাইফুল ইসলাম পলাশ নামে এক যাত্রী বলেন, বৃষ্টি মাথায় অনেকে আসলেও বাস কাউন্টার কারসাজি করে রেখে দেয়। শেষ সময় বেশি দামে তা বিক্রি করে। কারণ শেষ সময়ে বেশি দামে হলেও নিতে বাধ্য হতে হয়।

দক্ষিণবঙ্গ গামী হানিফ এন্টার প্রাইজের কাউন্টার মাস্টার জুয়েল ঢাকাটাইমসকে জানান, ‘যশোর-খুলনা, বেনাপোল, সাতক্ষীরাগামী বাসের টিকিটের দাম এখন ৫৫০ টাকা। তবে ২০ তারিখের পর থেকে বেড়ে হবে ৬৫০ টাকা।’

দক্ষিণবঙ্গগামী সোহাগ পরিবহনের কাউন্টার মাস্টার আবির জানান, যশোর খুলনাগামী এবার নন-এসি টিকিটের দাম ২০ তারিখ থেকে বাড়ানো হয়েছে। অন্য সময় ৫৫০ টাকা বিক্রি হলেও তা বেড়ে হবে ৬১৫ টাকা। তবে এসি স্ক্যানিয়া বাসের টিকিটের দাম বাড়ানো হয়নি। আগের ১৩০০ টাকাতেই বিক্রি হচ্ছে।

উওর-পশ্চিমাঞল গামী শীতাতপ নিয়ন্ত্রিত এবং সাধারণ বেশ কিছু চেয়ার কোচ চলাচল করে। এর মধ্যে রয়েছে হানিফ, শ্যামলী, ডিবজল পরিবহন, নাবিল, এসআর।

পশ্চিমাঞলগামী এসবি পরিবহনের এসি টিকিট বিক্রি ৬০০ থেকে ১০০০ টাকায়। তবে ২০ তারিখ থেকে ৯০০ থেকে ১৩০০ টাকায় বিক্রি হবে প্রতি টিকিট।

টিকিটের দাম বাড়ার কারণ জানতে চাইলে পরিবহন কোম্পানির লোকজন দাবি করেন, টিকিটের দাম বাড়েনি। আসলে যাত্রীরা ভুল জানেন। তাদের দাবি, বছর জুড়ে তারা কম ভাড়া নিয়ে থাকেন। কিন্তু ঈদ আসলে সরকার নির্ধারিত ভাড়া নেই।



এ পাতার আরও খবর

৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ ৯৩৫ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে দুই জাহাজ
দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে? দুর্নীতির অভিযোগ ‘ভিত্তিহীন’ বলার আগে সরকার কি সত্যিই তদন্ত করেছে?
বিক্রির জন্য বাংলাদেশ: কীভাবে ইউনুসের ছায়া সরকার জাতীয় সার্বভৌমত্ব বিসর্জন দিল বিক্রির জন্য বাংলাদেশ: কীভাবে ইউনুসের ছায়া সরকার জাতীয় সার্বভৌমত্ব বিসর্জন দিল
গণঅভ্যুত্থান নয়, শ্রেণিসংগ্রাম চাই: প্যাসিভ রেভ্যুলুশন থেকে বিপ্লবের দিকে গণঅভ্যুত্থান নয়, শ্রেণিসংগ্রাম চাই: প্যাসিভ রেভ্যুলুশন থেকে বিপ্লবের দিকে
ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মোস্তফা কামাল! প্রশ্নের মুখে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো ভ্রমণ নিষেধাজ্ঞা সত্ত্বেও যুক্তরাষ্ট্রে মোস্তফা কামাল! প্রশ্নের মুখে সরকারের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলো
যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ৩৯ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ৩৯ বাংলাদেশিকে
চট্টগ্রাম বন্দর’র নিয়ন্ত্রক ট্রাফিক বিভাগ’র পরিচালক অপারেশন এনামুল করিম সুমন চট্টগ্রাম বন্দর’র নিয়ন্ত্রক ট্রাফিক বিভাগ’র পরিচালক অপারেশন এনামুল করিম সুমন
হানিফ ফ্লাইওভার’র টোল আদায়’র ১২০০ কোটি টাকা ওরিয়ন গ্রুপের পেটে হানিফ ফ্লাইওভার’র টোল আদায়’র ১২০০ কোটি টাকা ওরিয়ন গ্রুপের পেটে
সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করল বাংলাদেশ ব্যাংক
গাজায় অনাহার: যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা, যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশ্ন তুললেন মার্কিন সিনেটর ওয়েলচ গাজায় অনাহার: যুদ্ধাপরাধ হিসেবে নিন্দা, যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রশ্ন তুললেন মার্কিন সিনেটর ওয়েলচ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)