শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
সোমবার, ২১ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি » আয়কর সপ্তাহ শুরু ২৪ নভেম্বর
প্রথম পাতা » অর্থনীতি » আয়কর সপ্তাহ শুরু ২৪ নভেম্বর
২৮৫ বার পঠিত
সোমবার, ২১ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আয়কর সপ্তাহ শুরু ২৪ নভেম্বর

---পক্ষকাল ডেস্ক: কর সংক্রান্ত সব ধরনের সেবা আরো সহজলভ্য করতে আগামী ২৪ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়কর সপ্তাহ উদযাপন করবে। দেশে প্রথমবারের মত আয়োজন করা এই আয়কর সপ্তাহে করদাতারা কর অঞ্চলগুলোতে একই ছাদের নিচে করমেলার মতো কর সংক্রান্ত সব ধরনের সেবা পাবেন।

এবার ব্যক্তি শ্রেণীর আয়কর রিটার্ন দাখিলের সমসয়সীমা বেঁধে দেয়ার কারণে মূলত আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করদাতারা বাড়তি সেবা পেয়ে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিলসহ সব কার্যক্রম সম্পন্ন করতে পারেন।সারাদেশে ৩১টি কর অঞ্চলের আওতাধীন মাঠ পর্যায়ের ৬৪৯টি সার্কেল অফিসে আয়কর সপ্তাহ পালন করা হবে।

এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বাসসকে বলেন, ‘এবার ৩০ নভেম্বরের পরে রিটার্ন দাখিলের সময় বাড়বে না। এ কারণে আমরা নির্ধারিত শেষ সময়ের আগেভাগে করদাতাদের বাড়তি সেবা দিতে চাই। যাতে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে রিটার্ন দাখিলসহ সব ধরনের কাজ সম্পন্ন করতে পারেন। মূলত এই উদ্দেশ্য আয়কর সপ্তাহ পালনের উদ্যোগ নেয়া হয়েছে।’

তিনি বলেন, কর মেলার মতো একই ছাদের নিচে সব ধরণের কর সেবা পাবেন করদাতারা। কর অঞ্চলগুলোতে রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ, অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণের মত সেবা সহজেই মিলবে। করদাতারা নির্ধারিত সার্কেলে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে করে আনলেই কর সংক্রান্ত সব সেবা পাবেন।

নজিবুর রহমান বলেন, দেশে করযোগ্য অনেক ব্যক্তি কর না দেয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে অসচেতনতা ও বিড়ম্বনার ভয়। কর সপ্তাহের মাধ্যমে সেই অসচেতনতা ও বিড়ম্বনা দূর করে সহজভাবে কর প্রদানে উৎসাহ দিতে এ কর্মসূচি গ্রহণ নেওয়া হয়েছে।

করমেলার ন্যায় কর সপ্তাহ চলাকালীন সময়ে কর অঞ্চলগুলোতে করদাতাদের কাছ থেকে বিপুল সাড়া মিলবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ব্যক্তি করদাতাকে এবার কর দিবসের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হবে। চলতি ২০১৬-১৭ অর্থবছরে ৩০ নভেম্বর হচ্ছে কর দিবস অর্থাৎ রিটার্ন দাখিলের সর্বশেষ তারিখ। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব না হলে করদাতা রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ানোর জন্য বিধি নির্ধারিত ফরমে উপযুক্ত কারণ উল্লেখপূর্বক উপ কর কমিশনারের কাছে সময়ের আবেদন করতে পারেন। সময় মঞ্জুর হলে বর্ধিত সময়ের মধ্যে সাধারণ অথবা সার্বজনীন স্বনির্ধারণী পদ্ধতির আওতায় রিটার্ন দাখিল করা যাবে।

নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন দাখিল না করা হলে উপ-কর কমিশনার বিলম্ব সুদ আরোপ করবেন। এনবিআর কর্মকর্তারা মনে করছে চলতি অর্থবছরের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে আয়কর সপ্তাহ উদযাপনের এই কর্মসূচি বিশেষ সহায়ক হবে।

এবার সারাদেশে অনুষ্ঠিত আয়কর মেলা থেকে ২ হাজার ১২৯ কোটি ৬৭ লাখ ৭৫ হাজার ৮১১ টাকা রাজস্ব আয় হয়েছে। সপ্তাহব্যাপী এই মেলা থেকে ৯ লাখ ২৮ হাজার ৯৭৩ জন সেবা গ্রহণ করেছেন। আয়কর বিবরণী জমা দিয়েছেন ১ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। নতুন ই-টিআইএন নেন ৩৬ হাজার ৮৫৩ জন।



এ পাতার আরও খবর

বাংলাদেশ নৌবাহিনী  চট্টগ্রাম বন্দর – পরবর্তী ৬ মাসের জন্য পরিচালনা করবে বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম বন্দর – পরবর্তী ৬ মাসের জন্য পরিচালনা করবে
‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা- ‘ব্যালট’ প্রকল্পে ৪.৮ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেওয়ার ঘোষণা-
কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে রূপসা সেতু অবরোধ কেএমপি কমিশনারের অপসারণ দাবিতে রূপসা সেতু অবরোধ
‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা ‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়? কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়?
ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন বাধা: স্থলপথে পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত ভারত-বাংলাদেশ বাণিজ্যে নতুন বাধা: স্থলপথে পাটজাত পণ্যের আমদানি নিষিদ্ধ করল ভারত
যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে শেখ হাসিনা ও ইউনুস সরকার সার্বভৌমত্ব না কৌশলগত বন্দিত্ব? বিশ্লেষকদের নতুন প্রশ্ন বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে বিতর্কের কেন্দ্রে শেখ হাসিনা ও ইউনুস সরকার সার্বভৌমত্ব না কৌশলগত বন্দিত্ব? বিশ্লেষকদের নতুন প্রশ্ন
“নতুন সামাজিক চুক্তি”   বাংলাদেশ ২০৩০ এর স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণ “নতুন সামাজিক চুক্তি” বাংলাদেশ ২০৩০ এর স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণ
লেবার সরকারের প্রস্তাবিত ওয়েলফেয়ার বিল নিয়ে যুক্তরাজ্যে এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা লেবার সরকারের প্রস্তাবিত ওয়েলফেয়ার বিল নিয়ে যুক্তরাজ্যে এখন তীব্র রাজনৈতিক উত্তেজনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)