শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » ট্রাম্প-হিলারি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ | রাজনীতি | সম্পাদক বলছি » ট্রাম্প-হিলারি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
২৮৩ বার পঠিত
শনিবার, ৫ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ট্রাম্প-হিলারি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

---
পক্ষকাল ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র চারদিন আগে জনমত জরিপে ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিন্টনের সঙ্গে রিপাবলিকান প্রার্থী ডেনাল্ড ট্রাম্পের ব্যবধান অনেকটাই কমে যাওয়ার আভাস পাওয়া গেছে।

বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসোস পরিচালিত ‘স্টেটস অব দ্য ন্যাশন’ জরিপের ফলে দেখা গেছে, ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনায় দুই প্রার্থী সমান অবস্থানে রয়েছেন।

গত সপ্তাহে দোদুল্যমান কয়েকটি রাজ্যে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে যাওয়ায় প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে দুই প্রার্থীর ব্যবধান কমে এসেছে। মিশিগানে হিলারির সঙ্গে ট্রাম্পের ব্যবধান অনেকখানি কমেছে। ওদিকে, পেনসিলভানিয়ায় জরিপ ফল হিলারির দিকে ঝুঁকছে।

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন।

দেশটির বড় দুই দলের প্রার্থী চূড়ান্ত হওয়ার পর জনমত জরিপগুলোতে হিলারি প্রায় সবসময়ই এগিয়ে ছিলেন। কিন্তু গত সপ্তাহ থেকে ট্রাম্প ব্যবধান কমিয়ে আনতে শুরু করেন।

ট্রাম্পের এখন নির্বাচনে জয়লাভের বিশ্বাসযোগ্য সম্ভাবনাও তৈরি হয়েছে।

ট্রাম্প ফ্লোরিডা ও নর্থ ক্যারোলাইনা উভয় অঙ্গরাজ্যে জয়লাভ করলে তার হোয়াইট হাউজে প্রবেশের সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে, ওই দুইটি অঙ্গরাজ্যে হিলারি হারতেও পারেন আবার জিততেও পারেন।

জিততে হলে একজন প্রার্থীকে অন্তত ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে। সর্বশেষ জরিপে হিলারির ২৫৬টি সলিড ইলেক্টোরাল ভোট এবং মোট ৩০২ ভোট জয়ের সম্ভাবনার ফল পাওয়া গেছে, ট্রাম্প ২৩৬ ভোট পেতে পারেন।

যেখানে গত সপ্তাহের জরিপে হিলারির ২৭৮টি সলিড ইলেক্টোরাল ভোট এবং মোট ৩২০ ভোটে জয়ের সম্ভাবনার কথা বলা হয়েছিল, ট্রাম্পের ২১৮ ভোট পাওয়া কথা বলা হয়েছিল। সে হিসাবে যে কোনো দিক দিয়েই গত সপ্তাহ থেকে ট্রাম্প নিজের অবস্থান উন্নত করেছেন।

রয়টার্সের তথ্য মতে, গত এক সপ্তাহে ২৪টি অঙ্গরাজ্যে ট্রাম্পের সমর্থক বেড়েছে, কমেছে ১১টি অঙ্গরাজ্যে। অন্যদিকে, ১৩টি অঙ্গরাজ্যে হিলারির সমর্থন বেড়েছে, কমেছে ২২টিতে।

গত শুক্রবার এফবিআই পরিচালক জেসম কোমি হিলারির পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে ব্যক্তিগত সার্ভার ব্যবহার করে রাষ্ট্রী ইমেইল আদান-প্রদান নিয়ে নতুন করে তদন্তের ঘোষণা দেন।

প্রায় এক বছরের তদন্ত শেষে গত জুলাইয়ে এফবিআই হিলারির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করে। এজন্য হিলারিকে তিরস্কার করা হলেও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না বলে জানিয়েছিলেন এফবিআই পরিচালক কোমি।

হিলারির ইমেইল নিয়ে নতুন করে আবার তদন্তের ঘোষণা তার জনপ্রিয়তায় প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।

কোমির শুক্রবারের ঘোষণার পর ট্রাম্প এবং রিপাবলিকান শিবির হিলারির দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।

অন্যদিকে, হিলারি শিবিরের অভিযোগ, নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এফবিআই এর এ ধরনের ঘোষণা অন্যায্য এবং এটি নির্বাচনকে প্রভাবিত করতে পারে।

এফবিআই এর এই ঘোষণা নির্বাচনকে প্রভাবিত করবে কিনা তা এখনও স্পষ্ট বোঝা না গেলেও গত শুক্রবারের ওই ঘোষণার পর মতামত জরিপগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়েরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

গত সপ্তাহে সবগুলো জনমত জরিপ মিলিয়ে গড়ে ৪ থেকে ৭ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন হিলারি। কিন্তু এ সপ্তাহের জরিপে হিলারি-ট্রাম্পের ব্যবধান কমে মাত্র ২ থেকে ৩ পয়েন্টে দাঁড়িয়েছে।



এ পাতার আরও খবর

গুমের বিচার নয়, গুমই এখন পুঁজি: ইউনুস সরকার ও কমিশনের মুখোশ উন্মোচন গুমের বিচার নয়, গুমই এখন পুঁজি: ইউনুস সরকার ও কমিশনের মুখোশ উন্মোচন
সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা আজই প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র! সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা আজই প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র!
রাশিয়ার সাম্প্রতিক ‘বৃহত্তম হামলা’ পর ইউক্রেনে প্রতিরক্ষা জোরদার ও অবকাঠামো পুনর্নির্মাণের নতুন পদক্ষেপ রাশিয়ার সাম্প্রতিক ‘বৃহত্তম হামলা’ পর ইউক্রেনে প্রতিরক্ষা জোরদার ও অবকাঠামো পুনর্নির্মাণের নতুন পদক্ষেপ
ইরান ষ্টারলিংক নিষিদ্ধের সিদ্ধান্ত কেন নিয়েছে ইরান ষ্টারলিংক নিষিদ্ধের সিদ্ধান্ত কেন নিয়েছে
থাইল্যান্ডের রাজনীতিতে টালমাটাল সময়: পায়েতংতার্নের পদত্যাগ দাবি ও গণআন্দোলনের তাৎপর্য থাইল্যান্ডের রাজনীতিতে টালমাটাল সময়: পায়েতংতার্নের পদত্যাগ দাবি ও গণআন্দোলনের তাৎপর্য
আসামের মুখ্যমন্ত্রীrসংবিধানের প্রস্তাবনা থেকে”ধর্মনিরপেক্ষতা” ও “সমাজতন্ত্র” শব্দদুটি বাদ দেওয়ার আহ্বান জানান আসামের মুখ্যমন্ত্রীrসংবিধানের প্রস্তাবনা থেকে”ধর্মনিরপেক্ষতা” ও “সমাজতন্ত্র” শব্দদুটি বাদ দেওয়ার আহ্বান জানান
যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান যুক্তরাজ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি: চার্চ অব ইংল্যান্ডের পূর্ণাঙ্গ প্রস্তুতি ও নৈতিক অবস্থান
‘ব্রিটেনকে মূল্য দিতে হতে পারে’: রুশ ক্ষোভ ও ভূরাজনৈতিক বার্তা ‘ব্রিটেনকে মূল্য দিতে হতে পারে’: রুশ ক্ষোভ ও ভূরাজনৈতিক বার্তা
MI6-এ রুশ ডাবল এজেন্ট সন্দেহে যুক্তরাজ্যের দুই দশকের গোপন তদন্ত MI6-এ রুশ ডাবল এজেন্ট সন্দেহে যুক্তরাজ্যের দুই দশকের গোপন তদন্ত
রাশিয়া-চীন “সীমাহীন মৈত্রী”  মিথ্যে, এফএসবির গোপন নথি চীনকে ‘শত্রু’ ঘোষণা রাশিয়া-চীন “সীমাহীন মৈত্রী” মিথ্যে, এফএসবির গোপন নথি চীনকে ‘শত্রু’ ঘোষণা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)