শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
শনিবার, ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » উইকেটশূন্য মুস্তাফিজ, হারলো সাসেক্স
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » উইকেটশূন্য মুস্তাফিজ, হারলো সাসেক্স
২৭৩ বার পঠিত
শনিবার, ২৩ জুলাই ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উইকেটশূন্য মুস্তাফিজ, হারলো সাসেক্স


---
পক্ষকাল ডেস্কঃ বড় সংগ্রহ এনে দিতে পারেননি ব্যাটসম্যানরা। জয়ের জন্য তাই মুস্তাফিজুর রহমানের দিকেই তাকিয়ে ছিল সাসেক্স। সারের বিপক্ষে চেষ্টার কমতি ছিল না বাঁহাতি পেসারের। তবে এবার দলকে জেতাতে পারেনি বাংলাদেশের তরুণ এই পেসার।

৩.২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য থাকেন মুস্তাফিজ। দল হারে কিন্তু দলের ৬ উইকেটে।

মাঠ থেকে সাংবাদিক আবু মুসা হাসান জানান, ২৪ হাজার ৫০০ দর্শক ধারণক্ষমতার স্টেডিয়াম প্রায় পূর্ণ ছিল। মুস্তাফিজ ও সাসেক্সকে সমর্থন দেওয়ার জন্য পাঁচশর বেশি প্রবাসী বাংলাদেশী মাঠে আসেন। তবে তাদের একটু হতাশই হতে হয়েছে।

শুক্রবার কেনিংটন ওভালে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৩ রান করে সাসেক্স। জবাবে ১৮ ওভার ২ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় সারে।

সারেকে উড়ন্ত সূচনা এনে দেন জেসন রয়। নিজেদের ইনিংসের প্রথম তিন বলে তিনটি চার হাঁকানো এই উদ্বোধনী ব্যাটসম্যান ২৫ বলে করেন ৩৬ রান।

টপ অর্ডারের আরেক ব্যাটসম্যান ডমিনিক সিবলি ৩১ বলে করেন ৪০ রান। ক্রিস মরিসকে (২০*) সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সহজেই সারেন বেন ফোকস (২২*)।

এর আগে ক্রেইগ কাচোপা ও ক্রিস ন্যাশের ব্যাটে দেড়শ’ রানের সংগ্রহ গড়ে সাসেক্স। ৩৪ বলে ৭টি চারে ৪৫ রান করে উইকেটরক্ষক-ব্যাটসম্যান কাচোপা।

উদ্বোধনী ব্যাটসম্যান ৩৪ বলে করেন ৩৯ রান। ১৫ বলে রান আসে ম্যাট মাচানের ব্যাট থেকে।

সারের হয়ে দুটি করে উইকেট নেন জেড ডার্নবাচ ও মরিস।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)