ওয়ানডেতে ৩৩০ রান ২ ওপেনিং জুটির
![]()
স্পোর্টস ডেস্ক : দুই ওপেনার ব্যাটসম্যানের জাদুকরি ব্যাটিংয়ে অবাক সবাই। বিশাল রানের স্কোরের পাশাপাশি দুই ওপেনার ব্যাটসম্যানই করেছেন ৩৩০ রান।
অনবদ্য ইনিংস উপহার দিয়ে সবার মুখে মুখে এখন এই দুই হিটার ব্যাটসম্যানের নাম। একজন হলেন, ইংল্যান্ডের মিচেল লাম্ব। তিনি ১৮৪ রানের ইনিংস খেলেছেন।
রয়েল লন্ডন ওয়ানডে কাপে নর্থহ্যম্পশায়ারের বিপক্ষে
নটিংহ্যম্পশায়ারের হয়ে ১৫০ বলে এ রান করেন তিনি। এখানে ৬টি ছয় ও ২১টি চার রয়েছে।
অন্যদিকে টাইগার শিবিরের তথা মেজর টিম ঢাকা আবাহনির রিকি ওয়েলস করেছেন ১৪৮ রান। অস্ট্রেলিয়ার জাতীয় দলে এখনো সুযোগ মেলেনি ওয়েলসের।
প্রধান টিম হিসেবে তার নামের পাশে লেখা ঢাকা আবাহনির নাম। ৯৭ বলে ৮ ছক্কা ও ১৪ চারে এ রান করেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। নিজেকে জাতীয় দলের জন্যই প্রস্তুত করছেন লাল-সবুজের জার্সি গায়ে ঢাকার মাঠে খেলা রিকি ওয়েলস।
নটিংহ্যাম্পশায়ার ৪৪৫ রান করে। এর বিপরীতে নর্থহ্যম্পশায়ার ৪২৫ রানে গুটিয়ে যায়। ২০ রানে জয় পায় নটিংহ্যাম্পশায়ার। নর্থহ্যম্পশায়ারের কলিন ক্লিনবেলড ৬৩ বলে ১২৮ রান করে লড়াই জমিয়েছিলেন। ৯টি ছয়ও মেরেছিলেন তিনি।





উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে
চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের