শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
প্রথম পাতা » জেলার খবর » দিনাজপুরে ২০ দলীয়জোটের সকাল-সন্ধ্যা হরতাল পালিত
প্রথম পাতা » জেলার খবর » দিনাজপুরে ২০ দলীয়জোটের সকাল-সন্ধ্যা হরতাল পালিত
২৫০ বার পঠিত
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দিনাজপুরে ২০ দলীয়জোটের সকাল-সন্ধ্যা হরতাল পালিত

--- দিনাজপুর প্রতিবেদক:

দিনাজপুরে ২০ দলীয়জোটের ডাকা সকাল-সন্ধ্যা সর্বাত্বক হরতাল পালিত হয়েছে। হরতালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতাদের মুক্তি, গাজীপুরে ২০ দলের জনসভা বানচাল এবং ১৪৪ ধারার মধ্যেই ক্ষমতাসীনদের মিছিল, বিক্ষোভের দ্বৈত নীতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ হরতালের ডাক  দেয় ২০ দলীয়জোট। দিনাজপুরে হরতালে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, দোকান-পাট, ব্যাংক-বীমা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। সরকারী অফিস খোলা থাকলেও সাধারণের উপস্থিতি ছিল খুবই কম। দিনাজপুর থেকে দুর পাল্লার সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। শহরে স্বল্পসংখ্যক রিকসা ও আটো রিকসা চলাচল করতে দেখা গেছে। তবে হরতালে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দিনাজপুরে হরতাল চলাকালে বিএনপি শহরে খন্ড খন্ড মিছিল করেছে। বেলা সাড়ে ১২টায় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ লুৎফর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক মুকুর চৌধুরীর নেতৃত্বে বিএনপির এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব রেজিনা ইসলাম, যুগ্ম সম্পাদক আকতারুজ্জামান জুয়েল, জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মঞ্জুরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সোলায়মান মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকারসহ বিএনপির, যুবদল, ছাত্রদল, মহিলাদল, কৃষকদল, তাতীদল, তরুনদল ও অন্যান্য অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মী অংশগ্রহন করেন। এর আগে মুকুর চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে ওই মিছিলে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন। অপরদিকে জেলা বিএনপির সাংগঠনিক হাসানুজ্জামান উজ্জল ও সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোকাররম হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এই মিছিলে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি জেড মর্তুজা তুলা, কোতয়ালী বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, পৌর বিএনপির সহ-সভাপতি  মোঃ সিরাজ আলী সরকার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল মিলনসহ অন্যান্য নেতাকর্মী অংশগ্রহন করেন। এছাড়া জেলা যুবদল নেতা আমিনুল ইসলাম মুন্না ও জেলা ছাত্রদল নেতা মহিউদ্দীন মন্ডল বকুরের নেতৃত্বে বেলা সাড়ে ১২টায় শহরের লিলির মোড় থেকে অপর একটি মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় লিলির মোড়ে এসে শেষ হয়।  এদিকে হরতালে আইনশংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। জেল রোডস্থ বিএনপির কার্যালয়েও বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এছাড়া র‌্যাবকে শহরে টহল দিতে দেখা গেছে।



এ পাতার আরও খবর

নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে আসামির মৃত্যু জামালপুরের সরিষাবাড়ী থানা হাজতে আসামির মৃত্যু
মায়ের কবরের পাশে সমাহিত হলেন সিরাজুল আলম খান মায়ের কবরের পাশে সমাহিত হলেন সিরাজুল আলম খান
সিএমএসডি) কেন্দ্রীয় ঔষধাগারের পিয়ন সোহেল কোটি কোটি টাকা  ও পাঁচ তলা নির্মাণাধীন বাড়ির মালিক। সিএমএসডি) কেন্দ্রীয় ঔষধাগারের পিয়ন সোহেল কোটি কোটি টাকা ও পাঁচ তলা নির্মাণাধীন বাড়ির মালিক।
দ্রব্যমূল্যে আগুন জনগন বেসামাল দ্রব্যমূল্যে আগুন জনগন বেসামাল
কুমিল্লা দাউদকান্দিতে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা দাউদকান্দিতে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান   দেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ আলি প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদান দেশের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলেন মোহাম্মদ আলি
সেনাবাহিনীর অর্থায়নে পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ সেনাবাহিনীর অর্থায়নে পানছড়িতে শিক্ষা সামগ্রী বিতরণ
ভিক্ষুকের কোলে ৬ মাসের ছেলেকে রেখে পালিয়েছে নিষ্ঠুর মা! ভিক্ষুকের কোলে ৬ মাসের ছেলেকে রেখে পালিয়েছে নিষ্ঠুর মা!
লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দুই মাস  মাছ ধরা নিষেধ লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দুই মাস মাছ ধরা নিষেধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)