তনু’র হত্যার বিচারের দাবীতে মুন্সীগঞ্জে মানববন্ধন
মুন্সীগঞ্জ: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের মেধাবী ছাত্রী সোহাগী জাহান তনু’র হত্যার সুষ্ট তদন্তের মাধ্যমে বিচারের দাবীতে মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে । রবিবার বিকাল ৪ টার সময় মুন্সীগঞ্জ শহরের প্রান কেন্দ্র সুপার মার্কেট চত্বরে মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে এ মানব বন্ধনের আয়োজন করে মুন্সীগঞ্জ থিয়েটার সার্কেল । এতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন,নাট্য সংগঠন কর্মী ও বিভিন্ন মহিলা সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন । পরে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রতিবাদ সভায় বক্তরা প্রশাসনের প্রতি আহব্বান জানিয়ে বলেন, সুষ্ট তদন্তের মাধ্যমে আসল অপরাধীকে বিচার মুখোমখি করতে হবে । সেই সাথে তনু’র পরিবারের লোকদের হয়রানী না করার জন্য সরকারের প্রতি আহব্বান জানান বক্তরা । নারী সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, আমাদের নারী বা ছাত্রী হিসাবে বিবেচনা না করে সাধারন মানুষ যেন আর এমন বর্বরোচিত হত্যাকান্ডের শিকারে পরিনত না হয় । তারা আরো বলেন, এ হত্যাকান্ডের তদন্তকাজ যেন চলমান থাকে এবং দ্রুত হত্যাকন্ডের মূল রহস্য উদঘাটনে সরকার আন্তরিক হবেন এমনটাই দাবী জানানো হয় । উল্লেখ্য, ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে কুমিলা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান। গত রবিবার (২০ মার্চ) রাত ১০টায় কুমিলা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে। সে ময়নামতি সেনানিবাস এলাকার অলিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মচারী ইয়ার হোসেনের মেয়ে।