শিরোনাম:
ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ২ মার্চ ২০১৬
প্রথম পাতা » খেলাধুলা » মুস্তাফিজের বিকল্প বোলার গোটা বিশ্বেই নেই
প্রথম পাতা » খেলাধুলা » মুস্তাফিজের বিকল্প বোলার গোটা বিশ্বেই নেই
৩২৩ বার পঠিত
বুধবার, ২ মার্চ ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুস্তাফিজের বিকল্প বোলার গোটা বিশ্বেই নেই

---
পক্ষকাল ডেস্কঃ
মুস্তাফিজুর রহমানের চোটকে বাংলাদেশের জন্য বড় ধাক্কা মানছেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের অধিনায়কের মতে, এই বাঁহাতি পেসারের জায়গা নেওয়া অন্য যে কারও জন্য হবে বড় চ্যালেঞ্জ।শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয়ের ম্যাচে সাইড স্ট্রেইন অনভুব করেন মুস্তাফিজ। পরে স্ক্যানে ধরা পড় গ্রেড-১ স্ট্রেইন। সতর্কতার জন্য এশিয়া কাপের দল থেকে তাকে তুলে নেয় বাংলাদেশ। দলে নেওয়া হয় সদ্যোজাত সন্তানের মুখ দেখে দেশে ফেরা ওপেনার তামিম ইকবালকে।প্রাথমিক পর্বের শেষ ম্যাচে বুধবার পাকিস্তানের বিপক্ষে ফাইনালে ওঠার লড়াইয়ে মাশরাফি পাচ্ছেন না তার সবচেয়ে বড় অস্ত্রকে। মঙ্গলবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে, মুস্তাফিজকে হারানোর হতাশাটা লুকালেনও না মাশরাফি।”মুস্তাফিজ খেলতে পারছে না, আমাদের জন্য এটা কঠিন চ্যালেঞ্জ। খুব অল্প সময়ে সে যেভাবে দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, সেটা অবিশ্বাস্য। ওর জায়গা নিয়ে খেলার মতো কোনো বোলার এখন বিশ্বেই নেই। ওর জায়গায় যে আসবে, তার জন্যও কাজটা খুবই চ্যালেঞ্জিং হবে।”তবে এই হতাশাটা আঁকড়ে থাকছেন না বাংলাদেশ অধিনায়ক। বাস্তবতা মেনে নিয়েই তাকাচ্ছেন সামনে।”একজন খেলোয়াড় হিসেবে এই বাস্তবতাটা আমি মানি, যে কারও যে কোনো সময় ইনজুরি হতে পারে। আমরা ওর না থাকা নিয়ে এখন আর ভাবছি না, সামনের দিকে তাকাচ্ছি। যারা আছে, তাদের সেরাটা নিয়ে আমরা খেলব।”বাংলাদেশ চার পেসার নিয়ে খেললে মুস্তাফিজের জায়গায় একাদশে আসবেন আবু হায়দার রনি। আর বাড়তি স্পিনার নিতে চাইলে ঢুকবেন আরাফাত সানি। একাদশে যে-ই আসুক, তার কাছে অতি প্রত্যাশা না করতে অনুরোধ করলেন অধিনায়ক।”আমাদের আসলে এসব নিয়ে আরও ভাবতে হবে। কম্বিনেশন, প্রতিপক্ষ- এ সব চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে। মুস্তাফিজের বিষয়ে বলি, আমরা যদি মনে করি মুস্তাফিজের জায়গায় যে আসবে, সে ওর মতোই পারফর্ম করবে, তাহলে সেটা অন্যায় হবে। এই ব্যাপারটা সবার মনে রাখা উচিত।”



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)