শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থের টার্গেট পূরণ
প্রথম পাতা » অর্থনীতি | ব্রেকিং নিউজ » রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থের টার্গেট পূরণ
২৮৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১১ জুন ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রানা প্লাজার শ্রমিকদের ক্ষতিপূরণের অর্থের টার্গেট পূরণ

---

তরিকুল ইসলাম(সাভার):সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে যে অর্থ পাওয়ার টার্গেট করা হয়েছিল অবশেষে তা পূর্ণ হয়েছে। ক্ষতিপূরণের জন্য আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে ৩০ মিলিয়ন ডলারের তহবিল গঠনের যে উদ্যোগ নেয়া হয়েছিল। সেই তহবিল সম্প্রতি পরিপূর্ণ হওয়ার পর এখন ক্ষতিপূরণের শতভাগ প্রদানে আর কোনো সংকট থাকছে না। অর্থ আগামী এক থেকে দেড় মাসের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে বলে জানিয়েছেন ক্ষতিপূরণ প্রদানে আইএলও’র নেতৃত্বে সরকার, শ্রমিক এবং গার্মেন্টস মালিক প্রতিনিধিদের নিয়ে গঠিত সমন্বয় কমিটির সদস্য এবং বিলসের কর্মকর্তা সুলতান উদ্দিন আহমেদ। বিবিসিকে তিনি জানান, মৃতদের পরিবার ১০ লাখ

টাকা আর আহতরা ২ লাখ টাকার নিচে কেউ যেন না পান সে বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। এছাড়া এখনও ২৪ জন ক্ষতিপূরণের দাবিদার রয়েছেন, তাদের বিষয়েও তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। ৩০ মিলিয়ন ডলারের তহবিল থেকে ক্ষতিপূরণ বাবদ অর্থ প্রদানের পর বাদবাকি অর্থ রাখা হবে শ্রমিকদের চিকিৎসা খরচ বাবদ। দুই বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে। এতে ভবনের ভেতরে থাকা পোশাক কারখানাগুলোর শ্রমিকসহ ১১৩৭ জন মারা যান বলে সরকারি হিসেবে জানানো হয়। আর আহত হন আড়াই হাজারের বেশি শ্রমিক।
এরপর নিহত পোশাক শ্রমিকদের পরিবার এবং আহতদের ক্ষতিপূরণের জন্য শ্রমিক সংগঠনগুলো ইন্ডাস্ট্রি অলসহ আন্তর্জাতিক বিভিন্ন শ্রমিক সংগঠনের সাথে মিলে আইলও’র নেতৃত্বে ৩০ মিলিয়ন ডলারের তহবিল গঠনের উদ্যোগ নেয়। এ বছর ওই দুর্ঘটনার দুই বছরপূর্তিতে কর্মকর্তারা জানান, তহবিলে প্রায় ৬ মিলিয়ন ডলার ঘাটতি থাকায়, ২৯০৯ জনকে আংশিক অর্থাৎ ৭০ শতাংশ ক্ষতিপূরণ দেয়া হয়েছে। পাঁচ হাজার আবেদনের মধ্য থেকে বিভিন্ন বিবেচনায় এই ২৯০৯ জনকে বাছাই করা হয়েছিল। মূলত আন্তর্জাতিক ক্রেতাদের দেয়া অর্থ দিয়েই এই তহবিল তৈরি হয়েছে। তবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেয়া ২২ কোটি টাকা অনুদানও এই তহবিলের আওতায় ধরা হয়েছে। যদিও প্রধানমন্ত্রীর এ সংক্রান্ত তহবিলে ১০০ কোটি টাকার বেশি জমা পড়েছে বলে বলা হচ্ছে। রানা প্লাজা ট্রাজেডির দ্বিতীয় বর্ষপূর্তির সময় পশ্চিমা ফ্যাশন রিটেইলার বেনেটন এই তহবিলে ১১ লাখ ডলার দান করার ঘোষণা দেয়। রানা প্লাজার তহবিলের জন্য অবিরাম প্রচারণা চালিয়েছে ক্লিন ক্লথ ক্যম্পেইন নামের একটি বেসরকারি সংগঠন।
এ সংগঠনের কর্মকর্তা ইনেকে জেলডেনরাস্ট বলেন, এই মুহূর্তটির জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়েছে।
তিনি একে ‘ন্যায়বিচারের জন্য স্মরণীয় মুহূর্ত’ বলে মন্তব করেন।



এ পাতার আরও খবর

চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিল কি? চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দিল কি?
প্রধান প্রকৌশলী নাসির উদ্দিনের দুর্নীতি প্রধান প্রকৌশলী নাসির উদ্দিনের দুর্নীতি
আওয়ামী দোসর দুর্নীতির বরপুত্র রাজউক চতুর্থ শ্রেণীর কর্মচারী জাফর সাদেক’র খুটির জোর কোথায়? (পর্ব ১) আওয়ামী দোসর দুর্নীতির বরপুত্র রাজউক চতুর্থ শ্রেণীর কর্মচারী জাফর সাদেক’র খুটির জোর কোথায়? (পর্ব ১)
দেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি-বাংলাদেশ জাসদ দেশে রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন হলেও শ্রমজীবী মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি-বাংলাদেশ জাসদ
নির্ধারিত সময়ের ২ মাস পূর্বে সকল দেনা পরিশোধ করল পেট্রোবাংলা নির্ধারিত সময়ের ২ মাস পূর্বে সকল দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
বিশ্ব ব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ বিশ্ব ব্যাংকের লাল তালিকায় বাংলাদেশ
স্টারলিংকের আড়ালে অস্ত্র প্রবেশ: বাংলাদেশের নতুন সংকট স্টারলিংকের আড়ালে অস্ত্র প্রবেশ: বাংলাদেশের নতুন সংকট
মুজিবের শাসনামলে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল’।। মুজিবের শাসনামলে জাসদের ৩০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছিল’।।
বাংলাদেশের পানির নিচে লুকিয়ে থাকা সম্পদ - ভবিষ্যতের সম্ভাবনা না কি নতুন উপনিবেশের ফাঁদ বাংলাদেশের পানির নিচে লুকিয়ে থাকা সম্পদ - ভবিষ্যতের সম্ভাবনা না কি নতুন উপনিবেশের ফাঁদ
নতুন ২৬টি দলের জন্ম: অসাধারণ জনতার চোখে মূল্যায়ন নতুন ২৬টি দলের জন্ম: অসাধারণ জনতার চোখে মূল্যায়ন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)