সোমবার, ৪ মে ২০১৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » যুক্তরাষ্ট্রে মুহাম্মদ (স.)র কার্টুন প্রদর্শনের সময় পুলিশের গুলিতে নিহত ২
যুক্তরাষ্ট্রে মুহাম্মদ (স.)র কার্টুন প্রদর্শনের সময় পুলিশের গুলিতে নিহত ২
![]()
পক্ষকাল ডেস্ক : যুক্তরাষ্ট্রে একটি কনফারেন্সে মুহাম্মদ (স.)র কল্পিত কার্টুন ছবি প্রদর্শনের সময় পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন নিরাপত্তাকর্মী।রোববার যুক্তরাষ্ট্রের টেক্সাসের গারল্যান্ডের কলওয়েল সেন্টারে এঘটনা ঘটে।
রোববারের এই ইভেন্টে ১০ লাখ ডলার মূল্যের মুহাম্মদ (স.)র কার্টুন ছবি প্রদর্শন করা হয়। এই কার্টুনগুলোতে অনেক মুসলমানদেরকে অবমাননা করা হয়েছে।
এসময় পুলিশ কার্টিসগুলো রেখে দেয় এবং কার্টুন প্রদর্শনীতে অংশগ্রহণকারীদেরকে এ স্থান ত্যাগ না করতে বলে।
এসম্মেলনে নেদারল্যান্ডের ইসলাম বিরোধী রাজনীতিবিদ গীর্ট ওয়েল্ডার উপস্থিত ছিলেন।
সম্মেলনে পুলিশের গুলিতে দুই বন্দুকধারী নিহতের পর ওয়েল্ডার নিরাপদভাবেই সেখান থেকে বের হয়ে আসতে পেরেছে বলে তিনি তার টুইট বার্তার মাধ্যমে জানিয়েছেন।
তবে কারা এঘটনার সঙ্গে জড়িত তা এখনো পরিষ্কার নয়।
একজন প্রত্যক্ষদর্শী জানান, সম্মেলন কেন্দ্রের পাশ দিয়ে একটি গাড়ি অতিক্রম করার সময় তিনি ২০টি গুলির শব্দ শুনেছেন।
এখানে মুহাম্মদ (স.)র এমন কিছু বিস্ময়কর কার্টুন ছিল যা ২০০৬ সালে জিল্যান্ডসপোস্টেন নামে ডেনিশ একটি পত্রিকায় প্রকাশিত হয়েছিল। যা নিয়ে তখন ব্যাপক প্রতিবাদ হয়েছিল।
গত জানুয়ারিতে ফ্রান্সের চার্লো হাবদুর ম্যাগাজিনে মুহাম্মদ (স.)র যে কার্টুন ছাপা হয়েছিল তাও এখানে ছিল। এ কার্টুন নিয়ে সারা বিশ্বে ব্যাপক প্রতিবাদ হয়েছে। এঘটনায় ১২ জন নিহত হয়েছে।
সূত্র : বিবিসি




বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ
কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির
শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম
মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?
চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত
চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না