শনিবার, ২ মে ২০১৫
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ | সম্পাদক বলছি » রানের পাহাড় গড়ে খুলনা টেস্ট ড্র!
রানের পাহাড় গড়ে খুলনা টেস্ট ড্র!
![]()
২০১৫ মে ০২ পক্ষকাল ডেস্কঃ
তামিম-ইমরুলের দুর্দান্ত ব্যাটিংয়ে দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানের সাথে প্রথমবারের মত ড্র করল টাইগাররা। সারা ক্রিকেট বিশ্বকে আবারও চোখে আঙুল দিয়ে টাইগারদের আসল জাত চেনালেন মুশফিক বাহিনী।
সকালে পঞ্চম দিনের মত খেলতে নেমে টাইগারদের যেন আসল লক্ষই ছিল পাকিস্তানী বোলারদের নাস্থানাবুদ করা। বারবার ওহাব রিয়াজের চোখ রাঙ্গানোকে প্রথমে কথায় পরে ব্যাটে শক্ত ভাবে জবাব দিয়েছেন সাকিব-আল-হাসান, নিজের নামের পাশে হাফ-সেঞ্চুরিও যোগ করেছেন একটি।
পাকিস্তানের সাথে এই ড্র এর প্রধান নায়ক বাংলাদেশী ওপেনারের হার না মানা ২০৬ রান আর তার সহযোদ্ধা ইমরুল কায়েসের ১৫০ রান। তামিমের ২০৬ রানের ইনিংসটি সাজানো ছিল ১৭টি চার ও ৭টি ছক্কা দ্বারা।
তামিম তার ক্যারিয়ারের একমাত্র ডাবল সেঞ্চুরি তুলে নেয়ার পর স্ট্যাম্পিং আউট হন । এর আগে একমাত্র ডাবল সেঞ্চুরি ছিল মুশফিকুর রহিমের(২০০ রান)। এই ডাবল সেঞ্চু্রির সুবাদে তামিম এখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের এক ইনিংসের সব থেকে বেশি রানের অধিকারী।
টেস্ট ড্র এর প্রণেতা তামিম ম্যান অব দ্য ম্যাচের গৌরব অর্জন করেন।
সব মিলিয়ে খুলনা টেস্টে বাংলাদেশের অর্জনের শেষ নেই। বাক্তিগত ও দলগত নানান অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ পেল পাকিস্তানের মত অন্যতম পরাশক্তির সাথে অনেক সাধনার ড্রটি।
বাংলাদেশ: ১২০ ওভারে ৩৩২ (তামিম ২৫, ইমরুল ৫১, মুমিনুল ৮০, মাহমুদউল্লাহ ৪৯, সাকিব ২৫, মুশফিক ৩২ রুবেল ২; ওয়াহাব ৩/৫৫, ইয়াসির ৩/৮৬) ও ১৩৬ ওভারে ৫৫৫/৬ (তামিম ২০৬, ইমরুল ১৫০, মুমিনুল ২১, মাহমুদউল্লাহ ৪০, সাকিব ৭৬*, হাফিজ ২/৮২, জুনায়েদ ২/৮৮, শফিক ১/৩২, )।
পাকিস্তান: ১৬৮.৪ ওভারে ৬২৮ (হাফিজ ২২৪, আজহার ৮৩, মিসবাহ ৫৯, শফিক ৮৩, সরফরাজ ৮২, তাইজুল ৬/১৬৩, শুভাগত ২/১২০, শহীদ ১/৫৯, সাকিব ১/১৪৬)।
ম্যান অব দ্য ম্যাচ: তামিম ইকবাল




উয়েফাকে সালাহ: ‘কোথায়, কীভাবে এবং কেন মারা গেলেন, সেটা বলবেন?’
নেপালকে উড়িয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বাঘিনীদের নাটকীয় জয়
শিলংয়ে অনুশীলনে বাংলাদেশের ফুটবল দল৷ ছবি: বাফুফে
চরম নাটকীয়তার পর ‘যৌথ চ্যাম্পিয়ন’ বাংলাদেশ-ভারত
বিশ্বকাপের টিকিট পেতে মাঠে নামছে ব্রাজিল
চোখের জলে মেসির বিদায়
অলিম্পিকসে ফুটবলের মুকুট ধরে রাখল ব্রাজিল
পর্দা নামল টোকিও অলিম্পিকসের, অপেক্ষা প্যারিসের