
মঙ্গলবার, ১৭ মার্চ ২০১৫
প্রথম পাতা » জেলার খবর » কুমিল্লা দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
কুমিল্লা দেবিদ্বারে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত
পক্ষকাল প্রতিনিধি কুমিল্লা :
কুমিল্লার দেবিদ্বার এসএ সরকারি কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম শাকিল (২৬) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
মঙ্গলবার দুপুরে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার সদরে মোটরসাইকেল ও সুগন্ধা পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।
নিহত শাকিলের বাড়ি উপজেলা সদরে।
স্থানীয়রা জানান, দেবিদ্বার সদরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মোটরসাইকেলের সাথে সুগন্ধা পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক ছাত্রলীগ নেতা শাকিল গুরুতর আহত হন। পরে আশংকাজনক অবস্থায় তাকে দেবিদ্বার সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সুগন্ধা পরিবহনের বাস ও চালককে আটক করেছে পুলিশ।