বুধবার, ৩০ জুলাই ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » জাতিসংঘে ‘নিউইয়র্ক ঘোষণা’: দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনে বিশ্বজোট, গাজায় যুদ্ধবিরতির জোরালো আহ্বান
জাতিসংঘে ‘নিউইয়র্ক ঘোষণা’: দ্বি-রাষ্ট্র সমাধানের সমর্থনে বিশ্বজোট, গাজায় যুদ্ধবিরতির জোরালো আহ্বান
![]()
প্রকাশ: ৩০ জুলাই ২০২৫ | আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘে সৌদি আরব ও ফ্রান্সের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সম্মেলনে গৃহীত ‘নিউইয়র্ক ঘোষণা’ ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দ্বি-রাষ্ট্র কাঠামোর প্রতি নতুন করে বিশ্বজোটের সমর্থন তুলে ধরেছে। গাজায় ভয়াবহ দুর্ভিক্ষ ও চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে ঘোষণাটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে বিবেচিত হচ্ছে।
সংঘাতের পটভূমি: প্রাণহানির ভয়াবহ পরিসংখ্যান
ইসরায়েলি অভিযানে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় নিহত হয়েছেন ৬০,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত উপত্যকায় খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে, যার ফলে অন্তত ১৫৪ জন-including ৮৯ জন শিশু-অনাহারে মারা গেছেন।
শান্তি প্রতিষ্ঠার রূপরেখা: ঘোষণা ও সুপারিশ
নিউইয়র্ক ঘোষণায় বলা হয়েছে:
“আমরা সম্মিলিতভাবে গাজায় যুদ্ধ বন্ধ, দ্বি-রাষ্ট্র সমাধানের কার্যকর বাস্তবায়ন, এবং ইসরায়েলি ও ফিলিস্তিনি জনগণের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠনের প্রতিশ্রুতি দিচ্ছি।”
এছাড়া ঘোষণা দলিলগুলিতে বলা হয়েছে-
গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং সম্মিলিত হস্তক্ষেপ নিশ্চিত করতে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকে স্বাগত জানানো হয়েছে।
একীভূত প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা, যেখানে গাজা ও পশ্চিম তীর একত্রে পরিচালিত হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে, আন্তর্জাতিক সহায়তায়।
“এক রাষ্ট্র, এক সরকার, এক আইন, এক অস্ত্র” নীতির ভিত্তিতে DDR (নিরস্ত্রীকরণ, সেনাবিলুপ্তি ও পুনঃএকীকরণ) প্রক্রিয়া চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের দাবি
দীর্ঘস্থায়ী রাজনৈতিক সমাধানের পূর্বশর্ত হিসেবে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ আদায়ের ব্যাপারে জোর দেওয়া হয়েছে। আত্মনিয়ন্ত্রণ ও সার্বভৌমত্বের দাবিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা উঠে এসেছে সম্মেলনের আলোচনায়।
আন্তর্জাতিক আইনি পদক্ষেপ
আইসিসি-র তদন্তে পূর্ণ সহযোগিতার আহ্বান জানানো হয়েছে এবং ফিলিস্তিনের মানবাধিকার পরিস্থিতিতে অপরাধের বিচার নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলোর সক্রিয় অংশগ্রহণ চাওয়া হয়েছে।
আইসিজে-তে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় অন্যান্য দেশের যোগদানের আহ্বান জানানো হয়েছে, ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে।
বিস্তৃত আন্তর্জাতিক সমর্থন
তুরস্ক, ফ্রান্স, সৌদি আরব, ব্রাজিল, যুক্তরাজ্য, কানাডা, মিশর, ইন্দোনেশিয়া, জাপান, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগসহ ২০টির বেশি দেশ এবং প্রতিষ্ঠান নিউইয়র্ক ঘোষণাকে সমর্থন জানিয়েছে।




বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিল