
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ » ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হত, আমিই থামালাম’, বিরাট দাবি ট্রাম্পের
ভারত-পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হত, আমিই থামালাম’, বিরাট দাবি ট্রাম্পের
পক্ষকাল ডেস্কঃ
জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার ঘটনার বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযান করেছে ভারত।
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের পহেলগামে জঙ্গিহানার ঘটনার বদলা নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযান করেছে ভারত। তার পাল্টা দেওয়ার চেষ্টাও করে পাকিস্তান। সীমান্তে বিগত কয়েক দিনে লাগাতার সংঘর্ষ হয়েছে দুই দেশের মধ্যে। গত ৭ মে থেকে কার্যত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে গত শনিবার দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর মধ্যস্থতাতেই এটা সম্ভব হয়েছে। সোমবার তাঁর আরও বড় দাবি, দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধ আটকেছেন তিনি।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করার পর ট্রাম্প জানিয়েছিলেন কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা (Kashmir Issue) মেটাতেও তিনি আগ্রহী। শুধু তাই নয়, উভয় দেশের সঙ্গেই বাণিজ্য সম্পর্ক মজবুত করার কথাও তিনি ভেবেছেন। এবার তাঁর দাবি, বিশ্ব একটা পরমাণু যুদ্ধের সাক্ষী থাকত। কিন্তু তিনি সেই যুদ্ধ আটকেছেন। সংবাদমাধ্যমে ট্রাম্প বলেছেন, ”ভারত-পাকিস্তানের সঙ্গে বাণিজ্য করব। বলেছিলাম, যুদ্ধ বন্ধ না করলে সেটা সম্ভব হবে না। ওরা পরমাণু যুদ্ধের দিকে চলে যাচ্ছিল। আমিই সেই যুদ্ধ পরিস্থিতি থামিয়েছি।”