শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » কাশ্মীরে হত্যালীলা: হামলাকারী জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে অভিযান, মোদী-বৈঠকের পরেই পাকিস্তানের-ভারত পাঁচ চুক্ত বাতিল
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | রাজনীতি » কাশ্মীরে হত্যালীলা: হামলাকারী জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে অভিযান, মোদী-বৈঠকের পরেই পাকিস্তানের-ভারত পাঁচ চুক্ত বাতিল
১০ বার পঠিত
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কাশ্মীরে হত্যালীলা: হামলাকারী জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে অভিযান, মোদী-বৈঠকের পরেই পাকিস্তানের-ভারত পাঁচ চুক্ত বাতিল

কাশ্মীরে হত্যালীলা: হামলাকারী জঙ্গিদের খোঁজে উপত্যকা জুড়ে অভিযান, মোদী-বৈঠকের পরেই পাকিস্তানকে পাঁচ ঘা দিল ভারত
---কাশ্মীর উপত্যকায় ২৬ জন পর্যটককে নির্মম ভাবে হত্যা করেছে জঙ্গিরা। হামলাকারীরা পাক জঙ্গিগোষ্ঠী লশকর-এ-ত্যায়বার ছায়া সংগঠন ‘টিআরএফ’-এর সদস্য। ওই হামলার পর থেকেই প্রত্যাঘাতের দাবি উঠছিল দেশ জুড়ে। শেষে বুধবার রাতে ‘প্রত্যাঘাত’ করল ভারতও।
জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের।
জম্মু ও কাশ্মীরে জঙ্গিদের হত্যালীলায় ২৬ জনের মৃত্যুর পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ভারতের। ছবি: পিটিআই এবং রয়টার্স।
জম্মু এবং কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার পর গোটা দেশে ক্ষোভের সঞ্চার হয়েছে। প্রত্যাঘাতের দাবি উঠছে দেশের সর্বত্র। বুধবার সকাল থেকে দফায় দফায় বৈঠক চলেছে নয়াদিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর উপত্যকার বাস্তব চিত্র দেখে এসেছেন। শেষে সন্ধ্যায় নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে আড়াই ঘণ্টা ধরে চলা বৈঠকের পর ‘প্রত্যাঘাত’ করল ভারত। পাকিস্তানিদের ‘সার্ক’ ভিসা বাতিল, সিন্ধু জলচুক্তি স্থগিত করা-সহ ইসলামাবাদের বিরুদ্ধে একগুচ্ছ পদক্ষেপ করেছে নয়াদিল্লি। জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তান সন্ত্রাসবাদে মদত দেওয়া বন্ধ না করা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। তবে হামলায় জড়িত জঙ্গিদের এখনও সন্ধান মেলেনি। তাঁদের খোঁজে গোটা কাশ্মীর উপত্যকা জুড়ে অভিযান চালাচ্ছে বাহিনী।
সকাল থেকে দফায় দফায় বৈঠক
কাশ্মীর উপত্যকায় নৃশংসতার খবর পেয়েই সৌদি আরব সফরে কাঁটছাঁট করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালেই নয়াদিল্লিতে পৌঁছে যান তিনি। তার পর থেকে শুরু হয় দফায় দফায় বৈঠক। দেশে ফেরার পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে একটি বৈঠক করেন প্রধানমন্ত্রী। ওই বৈঠকে ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তাঁদের থেকে পরিস্থিতির খোঁজখবর নেন মোদী। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও আলাদা করে ডোভালের সঙ্গে একটি বৈঠক সেরে নিয়েছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন বায়ুসেনার এয়ার চিফ মার্শাল এপি সিংহ এবং অন্য আধিকারিকেরা। সূত্রের খবর, কাশ্মীর উপত্যকায় নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে ওই বৈঠকে। সন্ধ্যায় ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শুরু হয়। প্রায় আড়াই ঘণ্টা ধরে চলা ওই বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ, বিদেশমন্ত্রী জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ অন্য শীর্ষ আধিকারিকেরা। শাহ সোমবার ছিলেন জম্মু ও কাশ্মীরে। সেখানে বাস্তব পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখে বিকেলে ফেরেন নয়াদিল্লিতে। জঙ্গিদের হত্যালীলার পরে ভারতের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে।
পাকিস্তানকে পাঁচ ঘা ভারতের
নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক শেষ হতে না হতেই বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠকে বসে। পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অবিলম্বে স্থগিত করে দেওয়া হয়। ওয়াঘা-আটারি সীমান্তে ভারতের ‘ইন্টিগ্রেটেড চেক পোস্ট’ বন্ধ করে দেওয়া হয়েছে। যাঁরা বৈধ নথিতে এ দেশে এসেছেন, তাঁদের ১ মে’র মধ্যে একই পথে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাকিস্তানের জন্য বাতিল করে দেওয়া হচ্ছে ‘সার্ক’ ভিসা। যে পাকিস্তানিরা ‘সার্ক’ ভিসায় ভারতে রয়েছেন, তাঁদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। নয়াদিল্লিতে পাকিস্তানি দূতাবাসে থাকা প্রতিরক্ষা আধিকারিকদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে মোদী সরকার। তাঁদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে। একই রকম ভাবে ভারতও ইসলামাবাদে থাকা দূতাবাস থেকে প্রতিরক্ষা আধিকারিকদের দেশে ফিরিয়ে নেবে। ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে কর্মীসংখ্যা ৫৫ থেকে ৩০-এ নামিয়ে আনছে নয়াদিল্লি। ভারতে থাকা পাকিস্তানি দূতাবাসের ক্ষেত্রেও ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে ভারত সরকার।
নিহতদের দেহ ফিরল বাংলায়
কাশ্মীরের জঙ্গিহানায় নিহত ২৬ জনের মধ্যে তিন বাঙালিও রয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি কলকাতায়, অপর জনের পুরুলিয়ায়। বুধবার রাত ৮টা নাগাদ নিহত কলকাতার দুই বাসিন্দার কফিনবন্দি দেহ এসে পৌঁছোয় দমদম বিমানবন্দরে। বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ এবং বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর দেহ বিমানবন্দর থেকে শববাহী শকটে নিয়ে যাওয়া হয় তাঁদের বাড়ির উদ্দেশে। পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রের দেহ রাঁচী বিমানবন্দরে আসার কথা। ভারতীয় সেনার নজরদারি থাকা সত্ত্বেও কী ভাবে পহেলগাঁওয়ে হামলার ঘটনা ঘটে গেল? তা নিয়ে বুধবার উদ্বেগ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘‘আমি ভেবে পাচ্ছি না, এত ক্ষণ ধরে বেছে বেছে মারল! যেগুলো আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি… ওখানে তো অনেক আর্মি (সেনা) ছিল। এমনিতে তো সীমান্ত এলাকা। স্পর্শকাতর এলাকা। যাই হোক, এ সব নিয়ে এখন কথা বলব না।”
জঙ্গিদের খোঁজে কাশ্মীর জুড়ে তল্লাশি
পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে জড়িত চার জঙ্গিকে শনাক্ত করেছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। ইতিমধ্যে চার জনের ছবিও প্রকাশ করে পরিচয় জানানো হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, চার জঙ্গি হল- আদিল, আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালহা! গোয়েন্দা সূত্রে দাবি, হামলাকারীরা সংখ্যায় ছিল পাঁচ-ছয় জন। সকলের মুখে ছিল মাস্ক। হাতে একে ৪৭-এর মতো বন্দুক। তাঁদের মধ্যে চার-পাঁচ জন পাকিস্তান থেকে এসেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। আর দু’জন উপত্যকার বাসিন্দা বলে অনুমান গোয়েন্দাদের। সংবাদমাধ্যমের একাংশের দাবি, জঙ্গিদের খুঁজে বার করতে কাশ্মীর জুড়ে ধরপাকড় শুরু হয়েছে। সংবাদমাধ্যম এবিপি নিউজ়-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, দেড় হাজারেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে এখনও পর্যন্ত ওই হত্যাকাণ্ডে জড়িত কোনও জঙ্গি ধরা পড়ার তথ্য মেলেনি। পহেলগাঁওয়ের হত্যালীলায় জড়িত জঙ্গিদের খোঁজ পেতে পুরস্কার ঘোষণা করেছে জম্মু এবং কাশ্মীর পুলিশ। কাশ্মীরের অনন্তনাগ পুলিশ বিভাগ জানিয়েছে, জঙ্গিনিধন অভিযানে সাহায্য হওয়ার মতো কোনও তথ্য দিয়ে কেউ সহায়তা করলে তাঁকে ২০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে।

সুত্র আনন্দবাজারঃ



এ পাতার আরও খবর

বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক
তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ
বাংলাদেশকে নিজেদের পথ নিজেদের ইতিহাস নিজ হাতে লিখতে হবে বাংলাদেশকে নিজেদের পথ নিজেদের ইতিহাস নিজ হাতে লিখতে হবে
নতুন ২৬টি দলের জন্ম: অসাধারণ জনতার চোখে মূল্যায়ন নতুন ২৬টি দলের জন্ম: অসাধারণ জনতার চোখে মূল্যায়ন
ভারত -পাকিস্তান জঙ্গি তত্ত্ব, পশ্চিমা বিশ্বের ভূমিকা*, এবং বাংলাদেশের লাভ-ক্ষতি ভারত -পাকিস্তান জঙ্গি তত্ত্ব, পশ্চিমা বিশ্বের ভূমিকা*, এবং বাংলাদেশের লাভ-ক্ষতি
পাক-ভারত সংঘাত কি অনিবার্য?? পাক-ভারত সংঘাত কি অনিবার্য??
যুদ্ধের ছায়ায় উপমহাদেশ কাশ্মীর হামলার পর আমরা কোন পথে ? যুদ্ধের ছায়ায় উপমহাদেশ কাশ্মীর হামলার পর আমরা কোন পথে ?
ভারতের রাষ্ট্রপতির কাছে যুদ্ধের অনুমতি চাওয়া - জম্মু ও কাশ্মীর হামলার পর উত্তপ্ত দিল্লি ভারতের রাষ্ট্রপতির কাছে যুদ্ধের অনুমতি চাওয়া - জম্মু ও কাশ্মীর হামলার পর উত্তপ্ত দিল্লি
বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিতের অনুরোধ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর
চালের বাজারে নতুন চাপ: সরকারি দামে বাড়তি ক্রয়, মূল্যবৃদ্ধির আশঙ্কা চালের বাজারে নতুন চাপ: সরকারি দামে বাড়তি ক্রয়, মূল্যবৃদ্ধির আশঙ্কা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)