
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » বাংলাদেশের জনগণের ভরসার জায়গা সেনাবাহিনী- অধ্যাপক শহিদুল ইসলাম
বাংলাদেশের জনগণের ভরসার জায়গা সেনাবাহিনী- অধ্যাপক শহিদুল ইসলাম
ভেড়ামারা প্রতিনিধি
বাংলাদেশ সেনাবাহিনী ৫ই আগস্ট শেখ হাসিনার হাত থেকে আমাদের রক্ষা করতে সহায়তা করেছিলেন। তারা বাংলাদেশের জনগণের ভরসাস্থল বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া ২ মিরপুর ভেড়ামারা আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।
শুক্রবার ২৮ মার্চ কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এছাড়াও তিনি আরো বলেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে তা উত্তরণের একমাত্র উপায় নির্বাচন। কিন্তু এ সরকারের দেওয়া প্রস্তাবনা অনুযায়ী নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে। এই চক্রান্তকে রুখে করে দিতে হবে। আমাদের নেতা তারেক রহমান নির্দেশনা দিয়েছেন প্রয়োজনে আবারো লাখো জনতা কে নিয়ে রাস্তায় নামতে হবে এবং দেশবিরোধী চক্রান্তকে প্রতিহত করতে হবে এবং ২৫ শে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি আদায় করে নিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে এবার বিপ্লব হবে এবং সকল দল নিয়ে তিনি একটি জাতীয় সরকার গঠন করবেন বলেও জানান তিনি। এসময় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।