গরীবের ইলন মাস্ক যখন বিনিয়োগ সামিটে
বিশেষ প্রতিনিধি :
প্রতারণার শেষ নাই। ইনভেস্টমেন্ট সামিটে আনার কথা ছিল বিজনেজ টাইকুন। এনেছে প্রতারক এনজিও সেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যানকে। পরিচয় করিয়ে দিচ্ছি গরীবের মাথা বিক্রি করা এক লোকের সাথে। যাকে ড. ইউনুচ বাংলাদেশে এনে পরিচয় করিয়ে দিয়েছেন বিলিয়নিয়র হিসাবে। তিনি নাকি বাংলাদেশে বিশাল বিনিয়োগ করবেন।
ভদ্রলোকের নাম ইফতেখার মাহমুদ। বসবাস করেন আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। সেখানে গড়ে তুলেছেন হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ নামক একটি দাতব্য সংগঠন। বোকাধোকা প্রবাসী বাঙালি কমিউনিটি থেকে ২০/৫০/১০০ ডলার তুলেন বাংলাদেশে গরীব অসহায়দের সাহায্য করার প্রত্যয়ে। কিছু টাকা ব্যয় করেন হয়তো মাঝেমাঝে- ঐ যেমন বন্যায় ৫০০ প্যাকেট বিরিয়ানি। মাঝেমাঝে রোহিঙ্গা ক্যাম্পে জন্মনিয়ন্ত্রনকারী পিল, বেলুন সরবরাহ করার ফটোশেসন! যেসব আমেরিকায় দেখিয়ে বিশাল অঙ্কের টাকা লুটে নেন।
এ লোক উনার সে ভিক্ষাবৃত্তির জন্য একটা ওয়েবসাইট খুলেছেন। যেখানে টাকা ডোনেট করার অপশন চালু থাকলেও তার প্রজেক্ট কোথায় সে সম্পর্কে কিছু নাই। সেখানে OUR Projects অপশনে ক্লিক করে আসে Page not Found 404. কি পরিমান টাউ’ট!
উল্লেখ্যঃ বাঙালিকে বোকাছ্যাচা বানানোর ১০০ টিপস- এমন বই লেখার জন্য লেখকের তালিকা দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে। ট্যাঙ্কু ইউনুচ কাকা।