শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » জেলার খবর » কাঞ্চনপুর ইউপির চেয়ারম্যান সরকারিভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সেরা হিসাবে পুরস্কৃত হলেন মো: মামুন-অর-রশিদ খান
কাঞ্চনপুর ইউপির চেয়ারম্যান সরকারিভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে সেরা হিসাবে পুরস্কৃত হলেন মো: মামুন-অর-রশিদ খান
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার কাঞ্চনপুর ইউপির চেয়ারম্যান মো: মামুন-অর-রশিদ খান সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক
বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচি তাঁর ইউপিতে সফলভাবে বাস্তবায়িত করায় কাঞ্চনপুর ইউনিয়ন প্রথমস্থান অধিকার করেছে। এজন্য ওই অধিদপ্তর সম্প্রতি তাকে সেরা সামাজিক নিরাপত্তা বাস্তবায়নকারী হিসাবে পুরস্কৃত করেন। জানা যায়, একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান মামুন-অর-রশিদ খান ইউপির দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছেন। ইউপিবাসীর সেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে তিনি নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাস্তাগুলোর দেখভাল, সংস্কার ও একাধিক নতুন রাস্তা নির্মাণসহ, কালভার্ট ও ব্রীজ নির্মাণ কাজ বাস্তবায়িত করে আসছেন তিনি। মসজিদ-মাদ্রাসার উন্নতিকল্পে ইউপিবাসীকে সাথে নিয়ে অবকাঠামোগত উন্নয়নেও সচেষ্ট রয়েছেন। তার প্রয়াত পিতা হারুন-অর-রশিদ খান একাধিকবার এই ইউনিয়নের নির্বাচিত জনপ্রিয় চেয়ারম্যান ছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে সফলভাবে দায়িত্বপালন করছেন ইউপি চেয়ারম্যান মো: মামুন-অর-রশিদ খান। ইতিপূর্বে তিনি কয়েকটি দেশ সফর করেছেন।
বিগত দিনে তিনি হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ, ভি জি ডি ও ভি জি এফ এর চাল সুষ্ঠুভাবে বিতরন করেন। তিনি ইউপিবাসীকে সাথে নিয়ে নিজ হাতে বাসাইল কাঞ্চনপুর রাস্তায় বাঁশের সাকো নির্মাণ করেন। বাসাইল-নাটিয়াপাড়া সড়কের বাসাইল দক্ষিণ পাড়ায় বাঁশের সাকো নির্মাণ করেন। বাংলাদেশ রোভার স্কাউট টাঙ্গাইল জেলার পক্ষ থেকে করোণা ভাইরাসের সুরক্ষা সামগ্রী ইউপিবাসীর মাঝে বিতরণ করেন।
তিনি টাঙ্গাইল জেলা রোভার স্কাউট এর আজীবন সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ স্কাউট নির্বাহী কমিটির আজীবন সদস্য হিসাবে কাজ করে আসছেন। তিনি ২০২০-২১ সালে ইউপিতে ৫টি নতুন রাস্তার কাজ সম্পন্ন করেছেন। এল,জি,এসপি(৩)এর প্রকল্পে আদাজান ও কাঞ্চনপুরে ৩টি রাস্তায় ইট ছলিং এর কাজ সম্পন্ন করেছেন ও ২টি বক্স কালভার্ট নির্মাণ করেছেন। তার ইউপির ৬নং ওয়ার্ডে
আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপন করেন।
কাঞ্চনপুর ইউপি চেয়ারম্যান মো: মামুন-অর-রশিদ খান জানান, ইউপিবাসীর স্বার্থে কাজ করি। তাদের সাথে সম্পৃক্ততা রয়েছে। সঠিক দায়িত্ব
পালন করায় আমি একাধিকবার নির্বাচিত হয়েছি। ইনশাল্লাহ তাদের ভোটে আগামী দিনেও নির্বাচিত হবো।