শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

Daily Pokkhokal
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বাসে পেট্রোল বোমা, নারী দগ্ধ
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » বাসে পেট্রোল বোমা, নারী দগ্ধ
২৯৬ বার পঠিত
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাসে পেট্রোল বোমা, নারী দগ্ধ

---
রাজশাহী প্রতিনিধি : মহানগরীতে শিশির পরিবহন নামে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে আগুন দিয়েছে হরতাল ও অবরোধকারীরা। এতে আম্বিয়া বেগম (৫০) নামে এক নারী অগ্নিদগ্ধ হয়েছে।সোমবার গভীর রাতে মহানগরীর রেশম ভবনের সামনে এ ঘটনা ঘটে।আম্বিয়া বেগম চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুর এলাকার ইসরাফিল হকের স্ত্রী।আহতরা হলেন-ঝালকাঠি এলাকার বারইকুড়াল এলাকার আবুল হাসানের ছেলে আবু সুফিয়ান (৫০) ও তার ছেলে মাইনুল (২০)। তারা দুই জনে আগুন লাগার সময় আতঙ্কে গাড়ি থেকে লাফ দিয়ে পালানোর সময় আহত হনবাসের যাত্রীরা জানান, শিশির পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্রো ব-১১-২৮৫৬) চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল। পুলিশ পাহারায় চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মহানগরীতে আসে। রাজশাহী বাসস্ট্যান্ডে প্রায় ৩ ঘণ্টা থামার পর রাত সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি রেশম ভবনের সামনে এসে পৌঁছালে ৪ থেকে ৫ জন হরতাল সমর্থক বাসটিতে হামলা করে। হামলাকারীরা বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে মারলে তাতে আগুন ধরে যায়। ওই সময় বাসের বি-১ ও বি-২ আসনে স্বামী ইসরাফিলের সঙ্গে বসে ছিলেন আম্বিয়া বেগম। জানালার পাশে বসে থাকার কারণে আম্বিয়ার শরীরে পেট্রোল পড়লে আগুন ধরে যায়। এতে আম্বিয়ার মুখ ও গলার বামপাশ ও দুই হাত অগ্নিদগ্ধ হয়।ঘটনার সময় গাড়ি থেকে লাফিয়ে পড়ায় বাবা সুফিয়ান ও ছেলে সাইফুল আহত হন।

ঘটনাস্থলে দমকল বিভাগের কর্মীরা উপস্থিত হওয়ার আগেই বাসের অন্য যাত্রীরা স্থানীয় লোকজনের সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। পরে অগ্নিদগ্ধ আম্বিয়া বেগমকে রামেক হাসপাতালের বার্ন ইউনিটে ও অপর দুই আহতকে ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম জানান, হামলাকারীরা বাসটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মহানগরীর অদূরে মতিহারের কাপাশিয়া এলাকায় চালের কুড়াবোঝাই ট্রাকে আগুন দিয়েছে হরতাল ও অবরোধ সমর্থনকারীরা। সোমবার রাতে রাস্তায় কলাগাছ ফেলে ট্রাকটির গতিরোধ করেন। এরপরে ট্রাকে (যশোর-ঢ-১১-১০৫৯) সামনের দিকে দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করলে আগুন ধরে যায়।

পরে ফায়ার সাভির্সের একটি দল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই ট্রাকটির সামনের অংশ ও ট্রাকে থাকা চালের কুড়ার অধিকাংশই পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে চালের কুড়াবাহী ট্রাকটি রাজশাহী নগরীর দিক থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় হরতাল সমর্থনকারী ছাত্রদল-ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মী রাস্তায় কলাগাছ ফেলে রাখে। এতে ট্রাকটির চালক দুর্ঘটনা এড়াতে গতিরোধ করে। ওই সময় অবরোধকারীরা ট্রাকের সামনের দিক লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এরপর ট্রাকটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই গোটা ট্রাকটিতে সামনের অংশে আগুন ছড়িয়ে পড়ে।

তবে তার আগেই ট্রাকের চালক ও সহযোগী চালক দ্রুত ট্রাক থেকে নেমে জীবন রক্ষা করেন। পরে খবর পেয়ে বিনোদপুর ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে আগুন নিয়েন্ত্রণে আনে।

ট্রাকের চালক আব্দুল মতিন জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ৩০০ বস্তা চালের কুড়া নিয়ে বগুড়ার শেরপুরে যাচ্ছিলেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।



এ পাতার আরও খবর

রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে
ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার ধর্ষণের অভিযোগের মুখে ট্রাম্পের সমর্থনের পক্ষে ন্যান্সি মেস, ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার
সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল সংসদে বিএনপির নিবন্ধন বাতিলের দাবি তুললেন নিখিল
চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ। চোরাই অটো রিক্সাও ব্যাটারিসহ ২ জনকে আটক করেছেন বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।
নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা নেত্রকোণায় আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে হত্যা
সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত সীমান্তের ওপার থেকে আসা গোলার আঘাতে দুই জন নিহত
বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্ডারগার্ড (বিজিবি) সদস্যদেরকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)