শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » কালীগঞ্জে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে তেজপাতা
প্রথম পাতা » জেলার খবর | ব্রেকিং নিউজ » কালীগঞ্জে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে তেজপাতা
৩০২ বার পঠিত
বুধবার, ১৫ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে বাণিজ্যিক ভাবে চাষ হচ্ছে তেজপাতা

---

পক্ষকাল সংবাদ-

তেজপাতা একটি মশলা জাতীয় ফসল। বাংলাদেশের রান্না ঘরে বা রেস্টুরেন্টে তেজপাতা ছাড়া রান্না হয় না। তরকারি ছাড়াও বিভিন্ন মিষ্টান্ন তৈরিতেও তেজাপাতা ব্যবহৃত হয়। তেজপাতার অনেক ওষুধী গুনও রয়েছে। বাংলাদেশের অনেক জেলায় তেজপাতার গাছ দেখা গেলেও বাণিজ্যিক ভাবে এর চাষ কম দেখা যায়। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বানিজ্যিক ভাবে তেজপাতার আবাদ হচ্ছে। এর মধ্যে উপজেলা সুন্দরপুর দূর্গাপুর ইউনিয়নে প্রায় ১৬ বিঘা জমিতে আবাদ হচ্ছে। চাষী আছে প্রায় ১৮ জন। একটি গাছ থেকে বছরে দুই বার পাতা তোলা যায়। এক বিঘা জমি থেকে প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা বছরে লাভ করা যায়।

কালীগঞ্জ উপজেলার প্রথম তেজপাতা চাষী সুন্দর দুর্গাপুর ইউনিয়নের কাদিরকোল গ্রামের জয়নুদ্দীন খাঁ প্রথমে তার এক বন্ধুর কাছ থেকে গল্পশুনে প্রায় ১০ বছর আগে তিনি খুলনা বেজেরডাঙ্গা থেকে ১২০টি তেজপাতার চারা নিয়ে ৫০ শতক জমিতে বাগান শুরু করেন লাভ ভালো হওয়ার কারনে তিনি এখন মোট ১২৩ শতক জমিতে তেজপাতা চাষ করছেন। জয়নুদ্দীন খাঁ জানান, বছরে মাত্র দুই বার সার দিতে হয় তাছাড়া তেমন কোনো খরচ নেই। ছাগল বা গরুতে খায়না। তেজপাতা চুরি হবারও কোনো সম্ভাবনা নেই। তাই তিনি এই চাষের দিকে ঝুকছেন। একই এলাকার আবুল কালাম আজাদ ৩৫ শতাংশ জমিতে তেজপাতা চাষ করেছেন। গত ৪ বছর ধরে তিনি এ চাষ করছেন। খুলনা থেকে তিনিও তেজপাতার চারা কিনে এনে শুরু করেন চাষ। ৩৫ শতাংশ জমিতে প্রায় ১৩০টি তেজপাতা গাছ রয়েছে। বছরে তিনি দুই বার সার প্রয়োগ করেন। আর বছরে একটি গাছ থেকে ২বার তেজপাতা সংগ্রহ করছেন। প্রতিকেজি তেজপাতা শুকনা ৭০ থেকে ৮০ টাকা ও কাঁচা পাতা ৪৫ থেকে ৫৫ টাকা দরে বিক্রি করে থাকেন। ৪ বছর বয়সী একটি গাছ থেকে ৩৫-৪০ কেজি পাতা তিনি সংগ্রহ করতে পারছেন। দুই বছর বয়স থেকেই তিনি তেজপাতা সংগ্রহ করছেন। আবুল কালাম আজাদ জানান, তার বাগানে প্রথম বছর ৩ মণ তেজপাতা উৎপাদন হয়। এর পরের বছর ৯ মণ পাতা সংগ্রহ করেন। সর্বশেষ ২০১৯ সালে একই বাগান থেকে ২৩মণ তেজপাতা তিনি সংগ্রহ করেছেন। আগামী মৌসুমে তিনি ২০মন তেজপাতা পাবেন বলে আশা করছেন।

এলাকার অন্য তেজপাতা চাষীরা জানান, তেজপাতা চাষে তেমন খরচ হয় না। চারা লাগানো আর একটু পরিস্কার পরিচ্ছন্ন রাখলেই চলে। রোগ বালাই বলতে কেমন কিছুই নেই। তবে বসন্তের সময় একটু পোকা লাগে। সেই সময় একটি ঔষধ স্প্রে করতে হয়। এক বিঘা জমিতে আনুমানিক খরচ ১০/১২ হাজার টাকা মাত্র। চাষীরা আরো জানান, তেজাপাতার সাথে সাথী ফসল হিসেবে যেমন হলুদ, কলাও চাষ করা যায়। এতে এক সাথে দুই ধরনের ফসল পাওয়া যায়। তেজপাতা কৃষক জাহিদ হাসান জানান, প্রথমে জমি প্রস্তুত করে তেজপাতার চারা রোপন করতে হয়। এর পর জমিতে প্রতি বছর সেচ দিতে হয়। বছরে দুই বার সার দিতে হয়। তিনি বলেন, অন্য ফসলের তুলনায় তেজপাতা চাষে খরচ কম।

তেজপাতা চাষে কৃষকদের সার্বিক সহযোগিতা করছে কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস। তাদের পরামশেই চলছে তেজপাতা চাষাবাদ। এলাকায় নতুন ভাবে এই মসলা জাতিয় ফসল চাষ করা হচ্ছে। তিনি আশা করছেন অন্য ফসলের চেয়ে তেজপাতায় অনেক বেশি লাভ হবে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার জাহিদুল করিম জানান, কালীগঞ্জ উপজেলায় প্রায় ১৬ বিঘা জমিতে বাণিজ্যিক ভাবে তেজপাতা চাষ হচ্ছে। এছাড়াও পারিবারিক চাহিদা মেটাতে এই ইউনিয়নের প্রায় অধিকাংশ বাড়িতে একটি-দুইটি করে তেজপাতা গাছ লাগিয়েছে। সাধারণত বর্ষার মৌসুমে তেজপাতা গাছ রোপন করা হয়। ২ বছর পরই থেকেই পাতা সংগ্রহ করা যায়। তিনি বলেন, মসলা জাতীয় তেজপাতা চাষে এ এলাকার মাটি ও আবহাওয়া অনেক ভাল। কালীগঞ্জ উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা মফিজ উদ্দীন জানান, তিনি নিয়মিত চাষীদের খোঁজ-খবর নিয়ে থাকেন । তার এলাকায় শুধু তেজপাতায় নয় তিনি বিভিন্ন ধরনের সবজি¦ ফসল চাষ করার জন্য কৃষক দের উৎসাহিত করছেন।

কৃষি অফিসার জাহিদুল করিম জানান, তেজপাতা শুধু মসলা হিসেবেই ব্যবহার হয় না। এর ঔষুধী গুন রয়েছে। তেজপাতার বাকল থেকে তেল ওষুধ- কীটনাশক এবং সুগন্ধির উপকরন হিসেবে ব্যবৃহত হয়। তেজপাতার জমিতে হলুদ,একানিসহ বিভিন্ন ফসল চাষ করা সম্ভব। তেজপাতা একটি নতুন অর্থকারী ফসল। সঠিক নিয়মে এবং সঠিক ভাবে তেজপাতা চাষ করলে গতানুগতিক অন্য ফসলের চেয়ে এই ফসল চাষ করে কৃষকরা লাভবান হবেন বলে তিনি আশাবাদী।



এ পাতার আরও খবর

নিশ্ছিদ্র নিরাপত্তা, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধে গড়া বরিশাল-২ গড়তে চান -মাস্টার আব্দুল মান্নান নিশ্ছিদ্র নিরাপত্তা, ন্যায়বিচার ও ধর্মীয় মূল্যবোধে গড়া বরিশাল-২ গড়তে চান -মাস্টার আব্দুল মান্নান
জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সংগঠক সাইফ মাহমুদ জুয়েল। জুলাই আগস্ট বিপ্লবের অন্যতম সংগঠক সাইফ মাহমুদ জুয়েল।
রেল বাবরের সহযোদ্ধা - বেকারী কামালের অপকর্মের রাজ্য, এখনো ধরাছোঁয়ার বাইরে রেল বাবরের সহযোদ্ধা - বেকারী কামালের অপকর্মের রাজ্য, এখনো ধরাছোঁয়ার বাইরে
সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ ড্রেজার মেশিন জব্দ সহ গ্রেফতার ৬ সাঘাটায় সেনাবাহিনীর অভিযানে অবৈধ ড্রেজার মেশিন জব্দ সহ গ্রেফতার ৬
দর্শনায় থানা চত্বরে বিএনপির বিক্ষোভ, আওয়ামী নেতাদের গ্রেফতারের দাবি দর্শনায় থানা চত্বরে বিএনপির বিক্ষোভ, আওয়ামী নেতাদের গ্রেফতারের দাবি
বিএনপির কাউন্সিলে আওয়ামী নেতারা, তৃণমূলে ক্ষোভ বিএনপির কাউন্সিলে আওয়ামী নেতারা, তৃণমূলে ক্ষোভ
রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার রাজবাড়ীর পাংশায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার
গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না: সাইফুল হক গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেওয়া যাবে না: সাইফুল হক
আওয়ামী সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যু দের রুখে দিতে হবে - এস সরফউদ্দিন আহমেদ সান্টু আওয়ামী সন্ত্রাসী, মাদক ব্যাবসায়ী, চাঁদাবাজ ও ভূমিদস্যু দের রুখে দিতে হবে - এস সরফউদ্দিন আহমেদ সান্টু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)