শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » জেদ্দায় হারিয়ে গেলো বার্সার টিম বাস!
প্রথম পাতা » খেলাধুলা | ব্রেকিং নিউজ » জেদ্দায় হারিয়ে গেলো বার্সার টিম বাস!
৩৭৬ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জেদ্দায় হারিয়ে গেলো বার্সার টিম বাস!

---

পক্ষকাল সংবাদ-

সৌদি আরবের আল ইত্তিহাদ স্পোর্ট সিটিতে স্থানীয় সময় বিকেল পৌনে ৬টায় হওয়ার কথা ছিল বার্সেলোনার সংবাদ সম্মেলন। সেখানেই হওয়ার কথা ছিল লিওনেল মেসিদের অনুশীলন। কিন্তু আধঘণ্টারও বেশি সময় অপেক্ষা করেও দেখা মিললো না কাতালান জায়ান্টদের। কোচ এর্নেস্তো ভালভারদে যা শোনালেন, সেটা ছিল বিস্ময়কর। জেদ্দায় হারিয়ে গিয়েছিল তাদের টিম বাস!

ভুল পথে চলে গিয়েছিল বার্সেলোনার টিম বাস। এরপর যানজটে আটকে পড়ায় সময় নষ্ট হয় তাদের। সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার কথা ছিল কোচ ভালভারদে ও মিডফিল্ডার সের্হিয়ো বুশকেটসের। আল আহলি কমপ্লেক্সের মাঠের দুরবস্থা দেখে অ্যাতলেতিকো মাদ্রিদের মতো বার্সা চেয়েছিল আল ইতিহাদে অনুশীলন করতে।

বাস ড্রাইভারও বিষয়টি জানতেন না। তিনি আল ইত্তিহাদের পথ না ধরে দলকে নিয়ে যান কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে, যেখানে হচ্ছে চার দলের প্রতিযোগিতার দুটি সেমিফাইনাল। ড্রাইভার যখন তার ভুল বুঝতে পারেন, তখন দুই ভেন্যু থেকে ৪০ মাইল দূরে। একই সঙ্গে ছিল প্রচণ্ড যানজট। তাতে করেই সংবাদ সম্মেলন ও অনুশীলনে দেরি হয়ে যায় বার্সার।

কোচ ভালভারদের রসিকতা করে বললেন, ‘এখন আমরা এই শহরকে একটু ভালোভাবে চিনে ফেললাম।’ এরপর জানালেন কেন এই বিলম্ব, ‘একটা ছোট ভুল হয়েছে। আমরা আজ রাতে গিয়েছিলাম স্টেডিয়ামে, যেখানে রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার খেলা হচ্ছে। সেখানে পৌঁছানোর আগেই সে (ড্রাইভার) বুঝতে পেরেছিল, কিন্তু যানজট ছিল। তাই আমাদের দেরি হলো।’

প্রথমবার দুই দলের বদলে চার দল নিয়ে হচ্ছে এবার স্প্যানিশ সুপার কাপ। প্রথম সেমিফাইনালে ভ্যালেন্সিয়াকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে গেছে রিয়াল। তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হবে আজ বৃহস্পতিবার বার্সা ও অ্যাতলেতিকোর লড়াইয়ের পর।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)